আরও বাড়বে ঠান্ডা, ৪ জেলায় জারি সতর্কতা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : শীতের পথে বারবার যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে একের পোর এক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুসারে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত একটি নিম্নচাপটি মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। আর এর দাপটে নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। যদিও বাংলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস থেকে শুরু করে IMD। আজ বৃহস্পতিবার সকাল থেকেই বাংলার জেলায় জেলায় কুয়াশা সেইসঙ্গে ঠাণ্ডার দাপট শুরু হয়েছে। সকলের মুখে এখন একটাই কথা জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডাটা। যাইহোক আজ লক্ষ্মীবারে সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ প্রথমে আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। হাওয়া অফিস আনিছে এদিন কুয়াশা ও ঠাণ্ডার দাপট থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফের জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন কলকাতার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিসের তরফে ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এদিন কুয়াশার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলা গুলির আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকতে পারে।

আরো পড়ুন:- ল্যাব থেকে নিখোঁজ ৩০০ প্রাণঘাতী ভাইরাস, ফের মহামারির শঙ্কা?

আগামীকালের আবহাওয়া

শুক্রবার থেকে আরও ঠাণ্ডা বাড়বে বাংলায়। ঠাণ্ডার স্পেল চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এছাড়াও এই তালিকায় রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া জেলা।

বৃষ্টি হবে

আবহাওয়া দফতরের অতিরিক্ত মহাপরিচালক এস বালাচন্দ্রন জানিয়েছেন, আগামী চারদিন তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্তটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এই সিস্টেমটি ধীরে ধীরে অগ্রসর হয়েছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। #End

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন