ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে ৬০ দিনেই দোষী সাব্যস্ত অভিযুক্তেরা, সাজা ঘোষণা শুক্রবার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে ৬০ দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হলো আদালতে। শুক্রবার সাজা ঘোষণা করা হবে। নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় দীনবন্ধু হালদার (৩৫) এবং শুভজিৎ হালদারকে (২৩) দোষী সাব্যস্ত করেছে আদালত।

গত ১৩ অক্টোবর মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় এক নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ ছিল, ফুল দেওয়ার নাম করে নাবালিকাকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু । নাবালিকার উপর পাশবিক অত্যাচার চালানো হয়। পরে শ্বাসরোধ করে হত্যা করা হয় ওই নাবালিকাকে। দীনবন্ধুর সহযোগী ছিল শুভজিৎ হালদার।

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় সিট। ঘটনার অভিযোগ পাওয়ার পরেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ঘটনার ৬০ দিনের মাথায় বিচারক দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন