Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভয়কে জয় করা তাঁর বাঁ হাতের খেলা। মাঠে হোক বা মাঠের বাইরে, সাহসিকতার কথা অজানা নয় কারোরই। সে গুরুত্বপূর্ণ ম্যাচে ঝোড়ো ইনিংস হোক কিংবা দুরারোগ্য ব্যাধিকে হারিয়ে কামব্যাক। তিনি যুবরাজ সিং। ১২ই ডিসেম্বর, ৪৩ বছরে পা দিলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার। এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তাঁর কেরিয়ারের স্মরণীয় কিছু মুহূর্ত।
অভিষেক এবং ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফি
মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে যুবরাজের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পাশাপাশি ওই টুর্নামেন্টে ২০৩ রান করার পাশাপাশি ১২টি উইকেট পান তিনি। ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেনিয়ার বিরুদ্ধে ওডিআই ম্যাচে প্রথম ভারতের সিনিয়র দলের জার্সি গায়ে মাঠে নামেন তিনি। দ্বিতীয় ম্যাচেই প্রমাণ দেন নিজের প্রতিভার। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৮০ বলে করেন ৮৪ রান। তরুণ যুবরাজের এই ইনিংসের দৌলতে ২০ রানে জয় পায় ভারত।
আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো?
২০০২ ন্যাটওয়েস্ট সিরিজ় ফাইনাল
ন্যাটওয়েস্ট সিরিজ় জেতার পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির জার্সি ওড়ানোর ছবি বহু পরিচিত। তবে এই জয়ে বড় অবদান রেখেছিলেন তরুণ ক্রিকেটার যুবরাজ সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৬ রানে ৫ উইকেট পড়ে যায় ভারতের। সচিন, সেওয়াগ, সৌরভ, দ্রাবিড়ের মতো তারকারা আউট হয়ে যান। এই অবস্থায় নেমে ৬৩ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন যুবরাজ। মহম্মদ কাইফের সঙ্গে ১২১ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ জেতান।
২০০৭ টি২০ বিশ্বকাপ এবং ছয় ছক্কা
যুবরাজের কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ। মাস্ট উইন ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের ইনিংস খেলেন যুবরাজ। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতে খেলেন ৩০ বলে ৭০ রানের ম্যাচ জেতানো ইনিংস। বিশ্বকাপ জেতে ভারত এবং টুর্নামেন্টের সেরা প্লেয়ারও নির্বাচিত হন যুবি।
এই বিশ্বকাপেই আর একটি রেকর্ড গড়েন যুবরাজ যা তাঁকে এনে দেয় বিশ্বব্যাপী পরিচিতি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১৯তম ওভারে স্টুয়ার্ট ব্রডকে বেধড়ক্কা পেটান তিনি। ছয় বলে মারেন ছয়টি ছক্কা। মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড গড়েন। তাছাড়া দ্বিতীয় ব্যাটার হিসাবে একই ওভারে ছয়টি ছক্কা মারার রেকর্ডও তাঁরই দখলে।
২০১১ ওডিআই ওয়ার্ল্ড কাপ
কেরিয়ারের সেরা মুহূর্ত বললেও ভুল হবে না। ১৯৮৩ সালের পর ২৮ বছর বাদে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ জেতে ভারত। এই জয়ে বড় অবদান রেখেছিলেন যুবরাজ সিং। এই বাঁ হাতি ক্রিকেটার আট ইনিংসে করেন ৩৬২ রান। এর মধ্যে আছে চারটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি।
ব্যাটের পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন যুবরাজ। ২০১১ বিশ্বকাপে তিনি তুলে নেন ১৫টি উইকেট। তাছাড়া প্রথম ক্রিকেটার হিসাবে একই ম্যাচে হাফ সেঞ্চুরি করা এবং ৫ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন যুবি। দুরন্ত পারফরম্যান্সের জন্য ওই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসাবেও নির্বাচিত তিনি।
ক্যান্সারকে হারিয়ে কামব্যাক
তবে বিশ্বকাপ জেতার পরেই জীবনের মোড় ঘুরে যায় যুবরাজের। ২০১১ সালে ক্যান্সার ধরা পড়ে তাঁর। ফুসফসের ক্যান্সারে আক্রান্ত হন তিনি। বিশ্বকাপ চলাকালীনই কাশি, বমির মতো উপসর্গ দেখা গেলেও দাতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান। তবে বস্টন এবং ইন্ডিয়ানাপোলিসে কেমোথেরাপি চলার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। ২০১২ সালে ফেরেন ক্রিকেটে।
এর পর আগের মতো ফর্মে খেলতে দেখা যায়নি যুবরাজকে। ২০১৯ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ভারতের জার্সিতে শেষ খেলেন ২০১৭ সালে। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০২ ম্যাচে ৩৫.০৫ এর ব্যাটিং গড়ে ১১১৭৮ রান করেছেন তিনি। এর মধ্যে আছে ১৭টি সেঞ্চুরি এবং ৭১টি হাফ সেঞ্চুরি। নিয়েছেন মোট ১৪৮টি উইকেট।
আইপিএল কেরিয়ার
২০০৮ সালে আইপিএলে খেলা শুরু করেন পাঞ্জাব কিংসের হয়ে। এরপর ১১টি মরশুমে খেলেছেন মোট ৬টি ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে। ২০১৬ সালে সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে জেতেন আইপিএল খেতাব। ওই মরশুমে ১৩২ এর স্ট্রাইক রেটে ১০ ম্যাচে ২৩৬ রান করেন যুবি। ২০১৯ সালে খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। তাছাড়া ২০১৫ সালে আইপিএলের অকশনে ১৬ কোটি টাকা দিয়ে দিল্লি তাঁকে কিনলে, ওই মরশুমে আইপিএলের সর্বাধিক দামি ক্রিকেটারও হন তিনি
কী করছেন অবসরের পর
সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৯ সালে। এরপর তিনি ব্যবসায় বিনিয়োগ করেছেন। একাধিক ক্রিকেট সেন্টার চালান তিনি। পাশাপাশি ক্যান্সারে সচেতনা বাড়ানোর জন্য একটি সংস্থাও চালান তিনি।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024