জটিল পরীক্ষা পাশ করে সাফল্যের নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত, বিস্তারিত জানতে পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবার এক নতুন মাইলফলক স্পর্শ করল। বহু প্রতীক্ষিত গগনযান মিশনকে সফল করতে আরও একধাপ এগিয়ে গেল তারা। ইসরো তার সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে।

তাদের এক্স হ্যান্ডলে ইসরো জানিয়েছে সি২০ ক্রায়োজেনিক ইঞ্জিন এক অত্যন্ত কঠিন পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এই সাফল্য কিন্তু ভারতের গগনযান মিশনকে আরও একধাপ এগিয়ে দিল।

এই ইঞ্জিনটি এলভিএম৩ লঞ্চ ভেহিকলকে আপার স্টেজে শক্তির যোগান দিতে কার্যকরি ভূমিকা পালন করবে। যা সার্বিক মিশনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এভাবে ধাপে ধাপে সাফল্য এলে গগনযান মিশনকে সহজেই সাফল্যের মুখ দেখানো যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

ইঞ্জিনকে পুনরায় চালু করার জন্য মাল্টি এলিমেন্ট ইগনাইটার প্রয়োজন হয়। তা এই পরীক্ষায় সফলভাবে কাজ করে। ফলে এই ইঞ্জিনটির কার্যকারিতা সম্বন্ধে আরও নিশ্চিত হয়ে গেলেন বিজ্ঞানীরা।

ইসরো জানিয়েছে, একটি ক্রায়োজেনিক ইঞ্জিনকে আবার করে চালু করতে বা পুনরায় চালু করা একটা বড় চ্যালেঞ্জ। এটি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া।

যদিও এই ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষা এই প্রথম হল না। এটা তার একটা ক্ষমতার পরীক্ষা করা হল। এর আগেও ক্রায়োজেনিক ইঞ্জিনের নানাদিক পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।

এদিনের পরীক্ষা সফল হওয়ার পর তাঁরা এই ইঞ্জিনটির কার্যকারিতা এবং সঠিক সময়ে তা ঠিকমত কাজ করতে পারবে কিনা সে বিষয়ে আরও অনেকটা নিশ্চিত হয়ে গেলেন।

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন