ঋণ চেয়েছিল পোলট্রি ব্যবসায়ী, ৩৯,০০০ টাকার দেশি মুরগি খেয়ে নিল ব্যাঙ্ক ম্যানেজার! ঘটনা জানতে পড়ুন….

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পোলট্রির ব্যবসা বাড়ানোর জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিতে চেয়েছিলেন ছত্তিসগড়ের এক ব্যক্তি। এর জন্য তিনি দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজারের। ম্যানেজার তাঁর ঋণ অনুমোদন করতে রাজি হয়েছিলেন, তবে কিছু শর্ত চাপিয়েছিলেন। পোলট্রি ব্যবসায়ীর অভিযোগ, ১০ শতাংশ কাটমানি দাবি করেছিলেন তিনি। সেই সঙ্গে তাঁর আবদার ছিল, দেশি মুরগি খাওয়াতে হবে। ১২ লক্ষ টাকা ঋণ নিতে গিয়ে, ম্যানেজারকে তিনি ৩৯,০০০ টাকার মুরগি খাইয়েছেন বলে দাবি তাঁর। কিন্তু, তারপরও একটি টাকার ঋণ পাননি তিনি।

চাঞ্চল্যকর ঘটনাটি ছত্তিসগড়ের বিলাসপুর জেলার মাস্তুরি এলাকার। পোল্ট্রি ব্যবসা সম্প্রসারণের জন্য এখানকার বাসিন্দা রূপচাঁদ মানহারের বেশ কিছু অর্থের প্রয়োজন। ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদন অনুযায়ী, এর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাস্তুরি শাখায় গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন ব্যাঙ্ক থেকে ঋণ পেলে তাঁর পোলট্রি ফার্মে আরও অনেক মুরগি রাখবেন। কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি, তাঁর খামারে মুরগির সংখ্যা বাড়ার বদলে, ব্যাঙ্ক ম্যানেজারের জন্য তাঁর খামারের মুরগির সংখ্যা ক্রমে কমবে।

রূপচাঁদ জানিয়েছেন, প্রথমেই ওই ব্যাঙ্ক ম্যানেজার তাঁর কাছ থেকে ঋণের পরিমাণের ১০ শতাংশ কমিশন চেয়েছিলেন। মুরগি বিক্রি করে দুই মাসের মধ্যে ওই টাকা ম্যানেজারের হাতে তুলে দিয়েছিলেন তিনি। এর পর, ব্যাঙ্ক ম্যানেজার তাঁকে বলেছিলেন, প্রতি শনিবার তাঁকে দেশি মুরগি সরবরাহ করতে হবে। তাহলেই তিনি তাঁর ঋণ অনুমোদন করবেন। তখন থেকে শুরু হয়েছিল, ম্যানেজারকে দেশি মুরগি খাওয়ানো। এক গ্রাম থেকে নিয়মিত দেশি মুরগি কিনে তিনি পৌঁছে দিতেন ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে।

রূপচাঁদের দাবি, এখনও পর্যন্ত ৩৮,৯০০ টাকার মুরগি চলে গিয়েছে ম্যানেজারের পেটে। সব মুরগি কেনার বিলও রয়েছে তার কাছে। কিন্তু বেশ কয়েক মাস এ ভাবে কাটার পর, রূপচাঁদ মানহার বুঝতে পেরেছেন, ম্যানেজারের তাঁর ঋণ অনুমোদনের কোনও ইচ্ছেই নেই। শুধু শুধু তাঁকে ঘোরাচ্ছেন। বোকা বানাচ্ছেন। এমনকী যে মুরগিগুলি তিনি খেয়েছেন, তার জন্য কোনও টাকা দেননি ম্যানেজার। এমনটাই রুপচাঁদের অভিযোগ।

নিরুপায় হয়ে, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানিয়েছেন রূপচাঁদ মানহার। তাঁর দাবি, ওই ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দেশি মুরগি কেনার জন্য তাঁর যত টাকা খরচ হয়েছে এবং কমিশন হিসেবে তিনি যে টাকাটা দিয়েছেন, তার সবটা ফেরত দিতে হবে। ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি অনশনে বসার হুমকি দিয়েছেন রূপচাঁদ। এমনকী, আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছে। তিনি বলেছেন, মাস্তুরির এসবিআই শাখার সামনেই গায়ে আগুন দেবেন তিনি। তাঁর অভিযোগ খতিয়ে দেখছেন এসডিএম। প্রয়োজনে এই ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করবে বলে জানানো হয়েছে এসডিএম-এর কার্যালয় থেকে।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন