মুসলিম বিদ্বেষ দূর করতে বিশেষ প্ল্যান ঘোষণা বাইডেনের, জানতে পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমেরিকা জুড়ে বেড়েছে মুসলিম বিদ্বেষ। পরিস্থিতি সামাল দিতে নয়া পন্থা নিয়ে হাজির হলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদকাল শেষ হওয়ার ঠিক প্রাক মুহূর্তে হোয়াইট হাউসের তরফে তৈরি করা হয়েছে একটি ন্যাশনাল প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী, মুসলিমদের নিয়ে ভেদাভেদ, তাঁর প্রতি বিদ্বেষ-হিংসা দূর করতে শতাধিক উপায় বাতলানো হয়েছে। এর আগে ২০২৩ সালে জো বাইডেন ইহুদি বিদ্বেষ দূর করতেও এমনই একটি পরিকল্পনা নিয়ে এসেছিলেন।

জানা গিয়েছে, ইসলামোফোবিয়া বা মুসলিম বিদ্বেষ দূর করার জন্য এই প্রকল্প তৈরিতে বেশ কয়েক মাস লেগেছে মার্কিন আধিকারিকদের। তবে জো বাইডেনের কার্যকাল শেষ হওয়ার পর এই প্রকল্পের ভবিষ্যৎ কী হবে, তা নির্ভর করবে নয়া নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর।

আরো পড়ুন:- ল্যাব থেকে নিখোঁজ ৩০০ প্রাণঘাতী ভাইরাস, ফের মহামারির শঙ্কা?

হোয়াইট হাউস জানিয়েছে, এই ন্যাশনাল প্ল্যান সকলের জন্য সমান অধিকার,স্বাধীনতা এবং সুরক্ষার কথা বলবে। গাজ়ার উপর মুসলিম বিদ্বেষী ইজ়রায়েলি হামলার সমর্থনকারী জো বাইডেন এবং তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সমালোচিত হয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, সে কারণেই হয়তো এ বার মার্কিন সরকার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় ইসলামোফোবিয়া দূরীকরণে এমন প্ল্যান ছকেছে।

এই নয়া প্রকল্প রূপায়ণ নিয়ে একটি বিশেষ ঘোষণাও করা হয়েছে হোয়াইট হাউসের তরফে। যেখানে বলা হয়েছে, গত এক বছরে আমেরিকার মুসলিম এবং আরব সম্প্রদায় হামলার শিকার হয়েছে। ফলে এমন কোনও কড়া প্ল্যানের প্রয়োজন ছিল।

২০২৩ সালে বছর ছয়েকের বাদী আল্ফাউমির হত্যার ঘটনাও উল্লেখ করা হয়েচে হোয়াইট হাউসের তরফে। এই শিশুটিকে ইলিনোইস এলাকায় ছুরি মেরে হত্যা করা হয়। আরব এবং মুসলিম সম্প্রদায় কী ভাবে আমেরিকার স্থাপন ও উন্নয়নে সহায়তা করেছে, সে কথা স্মরণ করিয়ে তাদের সুরক্ষার কথা জানিয়েছে মার্কিন সরকার।

মুসলিম এবং আরব সম্প্রদায়কে নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে আলোচনা বাড়ানো, তাঁদের ভূমিকা জানানো, তাঁদের সংস্কৃতি সম্পর্কে অবহিত করার মতো বিষয়গুলিতে জোর দেওয়া হবে এই ন্যাশনাল প্ল্যানে। এমনকী, ধর্মীয় অনুষ্ঠানগুলিতে অনুমোদন দিয়ে ভেদাভেদ দূর করতেও উদ্যোগী হোয়াইট হাউস। হিংসা-বিদ্বেষ দূর করতে একজোট হওয়া প্রয়োজন বলেই এখন মনে করছে বিদায়ী জো বাইডেন সরকার।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন