ব্রেকিং নিউস! ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

partho chatterjee

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইডি মামলায় সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সর্বোচ্চ আদালতের নির্দেশ, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে তাঁর জামিন কার্যকর করতে হবে। শীতের ছুটির আগে বা ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে, এই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ইডির মামলায় জামিন পাওয়ার পরে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়।

ইডির মামলায় যাঁরা সাক্ষী তাঁদের বয়ান রেকর্ড করতে হবে ৩১ জানুয়ারি ২০২৫-র মধ্যে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১ ফেব্রুয়ারির আগে নিম্ন আদালতে চার্জ গঠন ও সাক্ষীদের বয়ান রেকর্ডর কাজ শেষ হয়ে গেলে ইডি মামলায় জেল থেকে বেরোতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়।

কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, ইডি মামলার রায় প্রযোজ্য হবে না অন্য মামলায়। অর্থাৎ সিবিআই মামলায় জামিন না পেলে জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় প্রথমে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। পাশাপাশি, নিয়োগ দুর্নীতিতে পার্থকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) করে সিবিআইও।

আরো পড়ুন:- ল্যাব থেকে নিখোঁজ ৩০০ প্রাণঘাতী ভাইরাস, ফের মহামারির শঙ্কা?

সিবিআই মামলায় পার্থ ও রাজ্যের চার প্রাক্তন শিক্ষাকর্তার জামিনের আর্জির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মতভেদের জেরে শেষ পর্যন্ত জামিন অধরাই থেকে গিয়েছে তাঁর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি পাঠিয়েছেন তৃতীয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে। সিবিআই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত জেল থেকে মুক্তি পাবেন না পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, ২০২২ সালে ২২ জুলাই রাতভর তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে দক্ষিণ কলকাতার নাকতলার বাড়ি থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে গ্রেপ্তার করে ইডি। এরপর থেকে তিনি সংশোধনাগারেই রয়েছেন।

ইডি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর হয়ে প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেছিলেন। তিনি আদালতে বলেছিলেন, ‘এই মামলায় অন্য অভিযুক্তরা আগেই জামিন পেয়েছেন। যাঁর (অর্পিতা মুখোপাধ্যায়) বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, তিনিও দিন দুয়েক আগে জামিনে মুক্ত হয়েছেন (কলকাতা হাইকোর্ট থেকে)। আমার মক্কেলের বাড়ি থেকে তো কিছুই উদ্ধার হয়নি।’ যদিও বিচারপতি সূর্য কান্ত সেই সময় বলেছিলেন, ‘উনি তো আর নিজের বাড়িতে টাকা রাখবেন না!’

ইডির কৌঁসুলি এসভি রাজু পাল্টা ‘বৃহত্তর ষড়যন্ত্র’বলে গোটা ঘটনা উল্লেখ করেছিলেন। শেষ পর্যন্ত ইডি মামলায় জামিন পেলেন পার্থ, যা স্বাভাবিকভাবেই তাঁর কাছে স্বস্তির কারণ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন