Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিহারে সরকার গড়ছে NDA ! ভোট গণনার টানটান উত্তেজনা ফিরে এল বিহারে। করোনা পরিস্থিতিতে ভোট গণনা গড়ালো অনেক রাত অবধি। মধ্যরাত পর্যন্ত ফল জানা গিয়েছে তাতে ১২৫ টি আসনে এগিয়ে রয়েছে শাসক জোট NDA। ২৪৩ আসনের বিহার বিধানসভায় সরকার গড়তে ১২২ জন বিধায়ক দরকার। জেডিইউ-কে পিছনে ফেলে বড় শরিক হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি।
প্রসঙ্গত এক নম্বরে বিরোধী জোটের প্রধান শরিক আরজেডি। অপ্রত্যাশিত ভাল ফল করেছে বাম দলগুলি। কিন্তু কংগ্রেসের আসন গত বারের থেকে কমেছে। বিরোধী শিবিরের আফশোস, কংগ্রেস দল একটু ভাল ফল করলেই ক্ষমতা দখল নিশ্চিত হত। ১৫ বছরের শাসনকে চ্যালেঞ্জ করেছিল একা তেজস্বী যাদব। কিন্তু নীতিশ ও মোদির সামনে তা অনেকটাই কম ছিল। তবে বিহারে এখনও অটুট মোদি ম্যাজিক। এখন ভোটের ফল বলছে বিজেপি একাই পাচ্ছে ৭৪টি আসনের । অন্যদিকে জোটসঙ্গী জেডিইউ এগিয়ে ৪৩টির কাছাকাছি আসনে। মহাজোটের মধ্যে আরজেডি এগিয়ে ৭৫টির কাছাকাছি আসনে।
আরো পড়ুন :- বিহারে কার পাল্লা ভারী ? চমক দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা
প্রসঙ্গত নীতীশের সভায় পিঁয়াজ ছোঁড়া, লালুপ্রসাদ জিন্দাবাদের মতো স্লোগান দিতেও শোনা গিয়েছে জনতাকে। কিন্তু ভোটের ফলে দেখা যাচ্ছে, এসব কিছুকে ছাপিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা। বিহারে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। জোটসঙ্গী জেডিইউয়ের থেকেও অনেক বেশি আসন পেয়েছে গেরুয়া শিবির। এই বার বিহারে পুরুষদের থেকে ৫ শতাংশ বেশি মহিলা ভোট দিয়েছিলেন। উজ্বলা যোজনা, মহিলাদের জনধন অ্যাকাউন্টে টাকা দেওয়া এবং তিন তালাক আইন মহিলাদের মধ্যে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।
Highlights
1. বিহারে সরকার গড়ছে NDA !
2. তবে বিহারে এখনও অটুট মোদি ম্যাজিক
#NDA #JDU #RJD #VOTE