Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গ্যাস বার্নার পরিষ্কার করুন ! নিজের ঘর সুন্দর করে গোছানোর সাথেই রান্নাঘরকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তাই মানতে হবে কিছু ছোট পদ্ধতি। সুন্দর করে গুছিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরও বাড়ে। রান্নাঘরের সবথেকে একটি গুরুত্বপূর্ণ জিনিস হল গ্যাস ওভেন। তবে অনেকেই এই গ্যাস-ওভেনকে সুন্দর করে গুছিয়ে রাখতে ভুলে যান। রোজ রান্না করার পর অনেকেই তা পরিষ্কার করেন না। তাতে নানা সমস্যা আসে। তাই রোজ পরিষ্কার করুন আপানর বাড়ির গ্যাস ওভেন সহজ পদ্ধতিতে।
এক নজরে উপায় গুলি ——
১. গরম জলে তেঁতুল দিন অল্প আর অল্প ডিটারজেন্ট। তারপর সেই জলের ভিতর গ্যাস বার্নার দুটো চুবিয়ে রাখুন। গ্যাস বার্নার দুটি এক ঘন্টা চুবিয়ে রাখার পর একটা ব্রাশ দিয়ে ভালোমতো ঘষে নিন। দেখবেন চকচক করছে ওই গ্যাস বার্নার।
২. গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস দিন যোগ করুন দু চামচ বেকিং সোডা। গ্যাস বার্নার দুটো চুবিয়ে রেখে দিন। তারপর একটু ডিটারজেন্ট দিয়ে ভালোমতো ঘষে নিন। গ্যাস বার্নার একেবারে চকচক করবে।
আরো পড়ুন :- কাগজের কাপে চা পান করছেন ? তাহলে সাবধান
৩. গরম জলে কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে তারমধ্যে গ্যাস বার্নার দুটি চুবিয়ে রাখুন। একটু ডিটারজেন্ট নিয়ে গ্যাস বার্নার দুটি ঘষুন।
৪. গরম জলে ইনো আর অল্প ডিটারজেন্ট দিন। বার্নার দুটি আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। গ্যাস বার্নার তুলে লেবুর খোসা আর নুন দিয়ে ঘষতে থাকুন, দেখবেন বার্নারের ময়লা গুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে।
এই সহজ উপায়ে পরিষ্কার রাখুন বাড়ির রান্না ঘর।
Highlights
1. গ্যাস বার্নার পরিষ্কার করুন !
2. সহজ উপায়ে পরিষ্কার রাখুন বাড়ির রান্না ঘর
#গ্যাস বার্নার # রান্না ঘর