তল্লাশি চালাতে গিয়ে বিপত্তি, ইডি আধিকারিকদের প্রতারক ভেবে চোটপাট, তারপর…

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইডি আধিকারিকদের ‘প্রতারক’ ভেবে চোটপাট, স্থানীয় পুলিশের সাহায্য নিতে হলো কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের, সূত্রের খবর এমনটাই।

গোয়ার একটি ক্যাসিনো-তে বুধবার তল্লাশি চালাতে গিয়েছিল কর্নাটক ইডি-র একটি টিম। ভেসেলে অবস্থিত ওই ক্যাসিনো। কিন্তু তল্লাশি নিয়ে গিয়ে বিপাকে তদন্তকারীরাই! ইডি আধিকারিকদের প্রতারক ভেবে চোটপাট ক্যাসিনোর কর্মীদের। শেষমেশ স্থানীয় পুলিশের সাহায্য নিতে হলো এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

সম্প্রতি ‘ডিজিটাল গ্রেপ্তার’-এর রমরমা। এই ধরনের সাইবার প্রতারণা ঠেকানোর জন্য রীতিমতো প্রচার করা হচ্ছে। বহু মানুষ সচেতন হয়ে এই ফাঁদে পা দিচ্ছেন না। কিন্তু ‘ভুয়ো গ্রেপ্তার’-এর রমরমার মধ্যে যে সত্যিকারের ইডি অফিসাররা এসে হাজির, তা বুঝতে পারেননি ওই ক্যাসিনোর কর্মীরা।

জানা গিয়েছে, একটি আর্থিক তছরুপের মামলার তদন্তে নেমে গত বুধবার কর্নাটক ইডি-র একটি টিম পৌঁছয় গোয়ার পানাজিতে। কিন্তু ওই ক্যাসিনোর কিছু কর্মী মনে করেন ইডি আধিকারিকরা প্রতারক। তাঁরা ইডি আধিকারিকদের কাজে বাধা দেন। ইডি আধিকারিক এবং ক্যাসিনোর কর্মীরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। এরপরেই স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেন ইডি-র তদন্তকারীরা এবং সাহায্য চান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পানাজি পুলিশ স্টেশন থানার একটি টিম।

তবে পানাজি পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। চলতি বছর অক্টোবর মাসেই আর্থিক তছরুপের ঘটনায় গোয়ার একাধিক ক্যাসিনোতে তল্লাশি চালায় কেরালা ইডির টিম। গোয়ার থেকে কিছুটা দূরে অবস্থিত এই ক্যাসিনোগুলিতে দৈনিক ব্যাপক রোজগার হয়।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন