সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম আনলো সরকার, জেনে নিন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য আরও কড়া ব্যবস্থা নিল। একদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করছে না রাজ্য সরকার। এখনো পর্যন্ত ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। কেন্দ্র সরকার ও অন্যান্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি (DA Hike News) করলেও।

West Bengal Government Employees Update

পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীরা এখনো পর্যন্ত ন্যূনতম ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এর ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ আরও বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্য সরকারি কর্মচারীদের ওপর আরো নতুন কিছু নিয়ম চাপিয়ে দিলেন। কি সেই নিয়ম? রাজ্য সরকারি কর্মচারীরা আরও চাপের মুখে কেন পড়বে এখন থেকে?

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

রাজ্য সরকারি কর্মীদের জন্য নবান্নের বিজ্ঞপ্তি

সম্প্রতি নবান্ন (West Bengal) থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, উল্লেখিত রয়েছে প্রশাসনিক ব্যবস্থার নতুন করে সংস্কার করা হবে। এই জন্য ইতি মধ্যেই বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সংক্রান্তই রিপোর্ট প্রকাশ পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সরকারি অফিসারদের জন্য নতুন এক মোবাইল অ্যাপ্লিকেশন আনা হচ্ছে নবান্ন তরফে। এই নতুন মোবাইল অ্যাপ্লিকেশন কি কাজ করবে?

নয়া সরকারি অ্যাপ আনা হচ্ছে

এই মোবাইল অ্যাপ্লিকেশনের মূল লক্ষ্য হলো, সরকারি অর্থের যথাযথ প্রয়োগ। সরকারি অর্থের যাতে অপচয় বন্ধ হয়, সেই সাথে সরকারি অর্থ কোন কোন খাতে কিভাবে খরচ হচ্ছে, তার জন্য সুষ্ঠুভাবে মনিটরিং করার জন্য এই মোবাইল অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। এই মোবাইল অ্যাপ্লিকেশনটির সম্পূর্ণ নাম হলো ফিল্ড ইনস্পেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন মোবাইল অ্যাপ।

অনেক সময় দেখা গিয়েছে, সরকারি ক্ষেত্রে বিভিন্ন খাতে খরচা করার নাম করে সরকারি অর্থ বেশিরভাগ সরকারি অফিসারদের পকেট ভরেছে। এমন অনেক সময় দেখা গিয়েছে, সরকারি ক্ষেত্রে সরকারি বিভিন্ন কার্যালয় মেরামতের বা রক্ষণা বেক্ষণের জন্য টাকা খরচ করার নাম করে সেই টাকা সঠিক জায়গায় খরচ করা হয়নি। এমনই কারচুপির অভিযোগ উঠেছে অনেকদিন ধরে।

এমনও হয়েছে, যে জায়গায় কোন রকম মেরামতের দরকার নেই তেমন জায়গাতেও মেরামতের নাম করে টাকা খরচ করা হয়েছে এবং সেই টাকা খরচের হিসেব খাতা কলমে লিখেও রাখা হয়েছে নির্দিষ্ট কোন কাজের নাম উল্লেখ করে। অথচ সেই রকম কোন কাজ প্রকৃত অর্থে সরকারের ক্ষেত্রে করা হয়নি। এইভাবে বহুদিন ধরে সরকারি অর্থ তছনছের অভিযোগ উঠেছে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে। এইবার সেই মোক্ষম জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক দিলেন।

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

মোবাইল অ্যাপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে এইবার থেকে সরকারি ক্ষেত্রে কোন মেরামতি বা রক্ষণাবেক্ষণের জন্য টাকা খরচ করার আগে মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস ট্যাগ করে মহকুমা শাসককে দেখাতে হবে, সেই সাথে ছবিও পাঠাতে হবে। মহকুমা শাসক যদি মনে করেন, সেই জায়গায় মেরামতের প্রয়োজন রয়েছে, তাহলে সরকারি অর্থ বরাদ্দ করা হবে, আর যদি মনে করা হয় মেরামতে প্রয়োজন নেই, তাহলে কোন অর্থ বরাদ্দ করা হবে না।

জানা যাচ্ছে, একবারে নিচুতলার অফিসার থেকে জেলা শাসক সকলেই এই অ্যাপের সাথে সংযুক্ত থাকবে। যে কোন সরকারি ক্ষেত্রে কাজ করার আগে এই অ্যাপের মাধ্যমেই তথ্য আপলোড করতে হবে এবং তার সাথে ছবিও আপলোড করতে হবে। এরপর সেই তথ্য এবং ছবি মহকুমা শাসকের কাছে পাঠাতে হবে। মহকুমা শাসক সেই তথ্য এবং ছবি দেখে সমীক্ষা করে রিপোর্ট প্রকাশ করবে। এরপর সেই রিপোর্ট পাঠানো হবে জেলা শাসকের কাছে।

এছাড়া সরকারি ক্ষেত্রে যখন কোন কাজ করা হবে সেই সময় ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফিল্ডে গিয়ে পর্যবেক্ষণ করছে কিনা সেটাও জিপিএস ম্যাপিং করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, সরকারি যে কোন কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং জনগণের যাতে সুযোগ সুবিধা গুলি সঠিকভাবে পর্যালোচনা করা হয়। সরকারি ক্ষেত্রে সমস্ত কাজ যাতে একটা সিস্টেমের মধ্য দিয়ে যাচাইকরণ করা যায়, তার জন্যই এই মোবাইল অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করা হয়েছে (Government of West Bengal).

এই মোবাইল অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করার ফলে সরকারি অর্থ কারচুপি অনেকটাই ঠেকানো যাবে, সেই সাথে সরকারি অফিসাররা অনেকটাই চাপের মধ্যে থাকবেন। আর এই সম্পর্কে আরও তথ্য এখনো জানানো হয়নি সরকারের তরফে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন