Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আধার কার্ডের জন্য বিনামূল্যে অনলাইন ডকুমেন্ট আপলোডের সময়সীমা বাড়ল। শনিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে এ কথা জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়া (UIDAI)। ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আপলোড করা যাবে আধার কার্ডের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। ফ্রি-তে আধার ডকুমেন্ট অনলাইনে জমা দেওয়ার শেষ দিন ছিল এ বছর ১৪ জুন। তার পর তা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর পর ২০২৪ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত ছিল বর্ধিত সময়সীমা। সেই ডেডলাইনই পরের বছর পর্যন্ত বাড়ানো হলো। এর জেরে উপকৃত হবেন কোটি কোটি আধার কার্ড হোল্ডার।
কাদের এই আপডেট করাতে হবে?
আপনার আধার সংক্রান্ত তথ্যের যদি কোনও পরিবর্তন হয়, তাহলে আধার পোর্টালে গিয়ে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। যেমন নাম বা ঠিকানায় কোনও সংশোধন। ঠিকানায় কোনও পরিবর্তন হলে তাও আধারে আপডেট করতে হবে। ৫ বছরের কমবয়সি বাচ্চার আধার কার্ড থাকলে, তার আধার ডকুমেন্ট আপলোড করতে হয় নির্দিষ্ট সময় অন্তর। বাচ্চার বয়স ৫ বছর পার হলে ডকুমেন্ট আপলোড করতে হবে। আবার ওই বাচ্চার বয়স ১৫ বছর পার হলেও আধার আপডেট করতে হবে।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কী ভাবে অনলাইনে আধারের তথ্য আপডেট করবেন?
ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আধার সেল্ফ-সার্ভিস পোর্টালের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে গিয়ে আধার নম্বর, ক্যাপচা এবং ওটিপি-র মাধ্যমে লগ ইন করতে হবে। এ বার ডকুমেন্ট সেকশনে গিয়ে, যে ডকুমেন্ট আপডেট করতে চাইছেন তা জমা দিতে হবে। তা দিলে সার্ভিস রিকোয়েস্ট নম্বর তৈরি হবে। যা দিয়ে আপনি পরিবর্তনের স্ট্যাটাস চেক করতে পারবেন।
বায়োমেট্রিক পরিবর্তনের ক্ষেত্রে কী করতে হবে?
আধার কার্ডের অন্যান্য তথ্য অনলাইন পোর্টালের মাধ্যমে আপলোড করা যায়। কিন্তু আপনার যদি বায়োমেট্রিক সংক্রান্ত কোনও বদল থাকে, তাহলে অনলাইনে সেই কাজ হবে না। এর জন্য আপনাকে যেতে হবে আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার সেবা কেন্দ্রে। অর্থাৎ হাতের আঙুলের ছাপ, চোখ-মুখের স্ক্যান বা ছবির জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আপনাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024