সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশনে বাতিল বহু লোকাল, দেখে নিন ট্রেন বাতিলের তালিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Train

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাওড়া ডিভিশনের জনাই রোড স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রবি ও সোমবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনেরও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, পূর্ব রেল সূত্রে খবর এমনটাই।

এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেলওয়ে জানিয়েছে, ১৪ ডিসেম্বর শনিবার থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত নন ইন্টারলিংয়ের কাজ করা হবে। সেই কারণে নির্দিষ্ট দিনগুলিতে এই লাইনের ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ১৪ ও ১৫ তারিখ শনিবার ও রবিবার আপ কর্ড লাইনে ৬টি হাওড়া-বর্ধমান লোকাল, ৪টি হাওড়া-মশাগ্রাম লোকাল, ১ টি হাওড়া-গুড়াপ লোকাল, ৪টি হাওড়া-চন্দনপুর লোকাল ও ১টি হাওড়া-বারুইপাড়া লোকাল-মোট ১৬টি আপ ট্রেন বাতিল করা হয়েছে।

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

১৪ ও ১৫ তারিখ শনি ও রবিবার ডাউন কর্ড লাইনে ৬টি বর্ধমান-হাওড়া লোকাল, ৪টি চন্দনপুর-হাওড়া, ১টি গুড়াপ-হাওড়া, ৪টি মশাগ্রাম- হাওড়া, ১টি বারুইপাড়া-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে এবং বারুইপাড়া-শিয়ালদহ শাখায় দুটি আপ ও দুটি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ১৬ তারিখ সোমবার আপ ও ডাউন কর্ড লাইনের মোট ৩ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে।

অন্যদিকে, এই কাজের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। আপ ১২৩৩১ হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস, ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, ১২৩৩৯ হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, ১২৩৪১ হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, ১২৩৩৩ হাওড়া-প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, ১১৪৪৮ হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস, ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস, ১২৩২১ হাওড়া-মুম্বাই মেল-সহ একাধিক ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে।

ডাউন লাইনে ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, ১২৩৪২ আসানসোল হাওড়া-অগ্নিবীণা এক্সপ্রেস,১২৩২২ মুম্বাই হাওড়া মেল, ১২৩৪০ ধানবাদ-হাওড়া কোল্ডফিল্ড এক্সপ্রেস- সহ একাধিক এক্সপ্রেস ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন