বাংলার বুকে লক্ষ লক্ষ সনাতনীদের কণ্ঠে গীতাপাঠ ! হুঁশিয়ার মৌলবাদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ। প্রতিবাদে এপার বাংলায় লক্ষ কণ্ঠে গীতাপাঠ। রবিবার এক অন্যরকম প্রতিবাদের সাক্ষী থাকল শহর শিলিগুড়ি। শহর সংলগ্ন কাওয়াখালির কুরুক্ষেত্র ময়দানে সনাতনীদের উপস্থিতিতে প্রায় লক্ষাধিক মানুষের গলায় ধ্বনিত হল গীতা। পুরো উত্তরবঙ্গ তো বটেই সারা ভারত থেকে এসেছেন প্রায় 1 হাজার 100 জন বিশিষ্ট সাধু।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

উল্লেখ্য, গত নভেম্বর মাসে সনাতন সংস্কৃতি সংসদ জানিয়েছিল এই মেগা গীতাপাঠের কথা ৷ সেই মতো এদিন সমস্তকিছুর আয়োজন করে রেখেছিল শিলিগুড়ি ৷ রবিবার এই গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একঝাঁক প্রথম সারির নেতা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-সহ অন্যারা এসেছিলেন। এদিনের এই অনুষ্ঠান ঘিরে ছিল সাজো সাজো রব। সকাল থেকেই পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে ভক্তরা উপস্থিত হন কুরুক্ষেত্র ময়দানে।

এদিন সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ হতে হবে।” পাশাপাশি এদিন ফিরহাদ হাকিমের সংখ্যালঘু মন্তব্যকেও এক হাত নেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, “ফিরহাদ হাকিমের মনে যা ছিল সেটাই এসেছে। সেজন্য তাঁকে ধন্যবাদ। আসলে এঁদের মতো নেতারা কখনও সিপিএম, কখনও তৃণমূলকে ব্যবহার করে এসেছে।” #End

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন