Bangla News Dunia , Pallab : যত সময় এগোচ্ছে ততই যেন বাংলায় রেকর্ড গড়ছে ঠান্ডা। এখন আর ঠান্ডা উপভোগ করতে দার্জিলিং বা কালিম্পঙ যেতে হচ্ছে না। কারণ বাংলারই এমন কিছু জেলা রয়েছে যেগুলি কিনা বিশেষ করে কালিম্পঙকে অবধি হার মানাচ্ছে। এক কথায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ছে। জেলায় জেলায় চলছে শৈত্যপ্রবাহ। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনও সেটার ব্যতিক্রম ঘটবে না। তবে ২১ ডিসেম্বর নাগাদ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাইহোক, আজ বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন কেমন থাকবে বাংলার আবহাওয়া।
আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এবার প্রথমেই জেনে নেওয়া যাক সপ্তাহে প্রথম দিনই অর্থাৎ সোমবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের ৪ জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। সেই জেলাগুলি হল বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা অবধি জারি করা হয়েছে।
এর পাশাপাশি ঘন কুয়াশার দাপট বজায় থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গ হোক কিংবা উত্তরবঙ্গ, আগামী ২৪ ঘন্টায় জেলাগুলিতে ৩ থেকে ৪ ডিগ্রি অবধি তাপমাত্রা বাড়বে বলে খবর।
উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন ঘন কুয়াশার দাপট থাকবে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। সেইসঙ্গে ঠান্ডার ঝোড়ো ব্যাটিং অব্যাহত থাকবে দার্জিলিং, কালিম্পঙ ও কোচবিহার জেলায়।
আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো?
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার বাদে সব জেলাতেই কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং নদিয়ায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে এই শৈত্যপ্রবাহের মাঝে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে বাংলায়। নিম্নচাপে প্রভাবে ২১ থেকে ২৩শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সময়সীমার মধ্যে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙ জেলাতেও। #End
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024