‘ইন্ডিয়া’ চায় মমতাকে, নয়া প্রচারে তৃণমূল

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কংগ্রেস যে ভাবে ‘ইন্ডিয়া’ ব্লকের নেতৃত্ব দিচ্ছে, তা নিয়ে তিনি অসন্তুষ্ট এবং তাঁকে দায়িত্ব দেওয়া হলে তিনি যে বাংলা থেকেই এই জোটকে পরিচালনা করতে পারবেন— সে কথা সপ্তাহ খানেক আগেই একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘আমি ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম। জোট রাখতে পারছে না তো আমি কী করব। আমি এই ফ্রন্টকে নেতৃত্ব দিই না। আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি…. এখানে বসেও এটা (ইন্ডিয়া জোট) চালিয়ে দিতে পারি।’

মমতার এই মন্তব্য জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দেয়। শরদ পাওয়ার, লালুপ্রসাদ যাদবের মতো বিরোধী শিবিরের প্রবীণ নেতাদের পাশাপাশি আপ, সমাজবাদী পার্টি, শিবসেনার (ইউবিটি), ওয়াইএসআর কংগ্রেসের মতো দলের নেতৃত্বরাও মমতার পাশে দাঁড়ান। এ নিয়ে তৃণমূলনেত্রী আর প্রকাশ্যে কিছু বলেননি। তবে এ বার মমতার হাতেই ‘ইন্ডিয়া’র নেতৃত্ব তুলে দেওয়ার দাবিতে প্রকাশ্যে সরব হলেন তৃণমূলের একাধিক সাংসদ।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’ বলে এ দিন স্লোগান তুলেছে তৃণমূল। মহুয়া মৈত্র, সাকেত গোখলে, সুস্মিতা দেব–সহ তৃণমূলের সংসদীয় টিমের একাধিক সদস্য সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’ প্রচার শুরু করেছেন। এই সংক্রান্ত পোস্টারও শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে।

এখন সংসদের শীতকালীন অধিবেশন চলছে। মহাবিকাশ আগাড়ি জোটকে গুঁড়িয়ে দিয়ে মহারাষ্ট্রে বিজেপি জোট ক্ষমতায় আসার পরে গেরুয়া শিবির সংসদেও দাপট বাড়াতে চাইছে। শনিবার সংসদে কংগ্রেস নেতৃত্বকেই তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ইন্ডিয়া’ ব্লকের মধ্যেও কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে ‘ইন্ডিয়া’ শিবিরকে সুসংহত রাখতে মমতার মতো নেত্রীকে প্রয়োজন বলে তৃণমূলের এই সাংসদরা মনে করছেন।

এ দিন এক্স হ্যান্ডলে সাকেত গোখলের ব্যাখ্যা, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সাত বারের সাংসদ, চার বারের কেন্দ্রীয় মন্ত্রী, তিন বারের মুখ্যমন্ত্রী, চতুর্থ বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন— তাঁর সমকক্ষ কেউ নেই। তিনি সেই জননেত্রী, যিনি সবাইকে নিয়ে চলতে জানেন। তাই ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার তিনিই শ্রেষ্ঠ ব্যক্তি।’ কলকাতার রাজপথে ট্রাম লাইনের পাশ দিয়ে মমতার হেঁটে যাওয়ার ছবি পোস্ট করে সুস্মিতা দেব এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘অন ট্র্যাক। নো ডিরেলমেন্টস।’

মমতার হাতে ‘ইন্ডিয়া’ ব্লকের নেতৃত্ব তুলে দেওয়ার প্রস্তাব কংগ্রেস খারিজ করে দিলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজ়াদ–সহ জোড়াফুলের একাধিক সাংসদ তৃণমূলনেত্রীর হাতে ব্যাটন তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তৃণমূল কর্মীদের একটি গ্রুপও দীর্ঘদিন ধরেই ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’ বলে প্রচার চালাচ্ছে। এই নামে একটি এক্স হ্যান্ডল রয়েছে। সেই অ্যাকাউন্টের একটি পোস্ট রবিবার রি–পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

যে পোস্টের মূল বক্তব্য, ‘ইন্ডিয়া ব্লকের সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছেন। তিনি যে বিজেপিকে পরাজিত করতে পারেন, তা প্রমাণিত। অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার গুণাবলির কারণে ইন্ডিয়া ব্লকের কান্ডারি হওয়ার তিনিই উপযুক্ত ব্যক্তি।’

লালুপ্রসাদ যাদব, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে–সহ বিরোধী শিবিরের একটা বড় অংশ যে এখন মমতার সঙ্গেই রয়েছেন, সেই বার্তাবাহী একটি পোস্টও রি–পোস্ট করেছেন কৃষ্ণনগরের সাংসদ।

তৃণমূলের এই প্রচার নিয়ে রাজ্যসভায় বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘ইন্ডিয়া ব্লক হলো সোনার পাথরবাটি, এটা কোনও জোট নয়। দিল্লিতে কংগ্রেস–আপ নিজেদের বিরুদ্ধে লড়াই করছে। পশ্চিমবঙ্গে সিপিএম–কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। কেরালায় সিপিএম–কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। ইন্ডিয়া ব্লকের এই যেখানে অবস্থা, সেখানে তার নেতৃত্ব কে থাকবেন, তা নিয়ে আমরা ভাবিত নই।’

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন