পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

mamata banerjee

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবারে পশ্চিমবঙ্গে চাকরির মেলা ২০২৪-র (Job Fair 2024) মাধ্যমে কর্মসংস্থান (Employment) বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। ফ্রিতে রাজ্যের যে কোন প্রান্ত থেকে মানুষেরা বা চাকরি প্রার্থীরা এসে এইখানে নিজেদের কাজের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের (West Bengal Minority Development and Finance Corporation) তরফে এই মেলা আয়োজন করা হচ্ছে।

West Bengal Job Fair 2024

বর্তমানে একটি সরকারি চাকরিবা বেসরকারি চাকরি পাওয়া যেন, হাতে চাঁদ পাওয়ার মতন সমান। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) একটি কর্মসূচি শুরু করেছে, যার মাধ্যমে রাজ্যের ছেলে মেয়েরা চাকরি মেলায় অংশগ্রহণ করে চাকরির (Job) এক অভাবনীয় সুযোগ হাতে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ রাজ্যে বেকার যুবক যুবতীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

পশ্চিমবঙ্গে মিলন উৎসব ২০২৫

এক দিকে রাজ্যে সেই রকম ভাবে চাকরির কোন সম্ভাবনা নেই, অন্য দিকে এমন অনেক পরিবার রয়েছে যাদের পক্ষে কোন ব্যবসা শুরু করার মত মূলধন নেই। এই চাকরি মেলা রাজ্যের বেকার যুবক যুবতীদের সংখ্যা অনেকটাই কমাতে বিশেষ ভূমিকা পালন করবে। চাকরি মেলা আসলে কি? এই মেলায় কিভাবে অংশগ্রহণ করবেন? কোথায় এবং কবে থেকে এই চাকরির মেলা অনুষ্ঠিত হবে, এই সমস্ত কিছু থাকছে এই প্রতিবেদনে।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

চাকরি মেলা অনুষ্ঠিত হতে চলেছে ২ জানুয়ারি। এই চাকরি মেলা চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। চাকরি মেলায় যে সকল বেকার যুবক যুবতীরা আবেদন করতে চাইছেন, তারা ৯ ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন ২০ ডিসেম্বর পর্যন্ত। চাকরি মেলা অনুষ্ঠিত হবে কলকাতা ময়দানে, পার্ক সার্কাসের নিকট। চাকরি মেলা অনুষ্ঠিত হওয়ার মূল লক্ষ্য হল।

এই চাকরি মেলায় প্রায় ৩০ টিরও বেশি কোম্পানি যুক্ত থাকবে, যাঁরা সরাসরি ইন্টারভিউ নেবেন আবেদনকারী চাকরিপ্রার্থীদের জন্য। ইন্টারভিউতে উত্তীর্ণ হলে তাদেরকে সরাসরি চাকরিতে নিযুক্ত করার অফার দেওয়া হবে। এই চাকরি মেলায় ফ্রেসার এবং অভিজ্ঞ দুজনই আবেদন করার জন্য অগ্রগণ্য। চাকরি মেলায় ওরিয়েয়েন্টেশন সেশন এবং ওয়ার্কশপের ব্যবস্থাও থাকবে।

যদি কোন কোম্পানি কোন চাকরিপ্রার্থীকে হাতে কলমে কিছু করে দেখানোর জন্য বলেন, সেই ব্যবস্থাও থাকবে এই চাকরি মেলায়। চাকরি মেলায় আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। আর এই অনলাইন আবেদন পদ্ধতির মাধ্যমে সকলকে নিযুক্ত করা হবে, সরাসরি গিয়ে কোন ধরণের চাকরির জন্য আবেদন করা যাবে না।

How to apply for Job Fair 2024

১) প্রথমে, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর, “Application For Milan Utsav 2025 Events” এই অপশনে ক্লিক করুন।
৩) এরপর “Apply For Job Fair 2025” অপশনটি নির্বাচন করুন।

৪) আপনার মোবাইল নম্বর ইনপুট করে সাবমিট অপশনে ক্লিক করুন।
৫) এরপর আপনার মোবাইল নাম্বার একটি OTP আসবে, OTP বসিয়ে ফের সাবমিট করুন।
৬) এরপর একটা আবেদন ফর্ম আসবে।

৭) এখানে আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৮) এরপর, ১ এমবি-এর মধ্যে PDF ফরম্যাটে আপনার BIO-DATA আপলোড করুন।
৯) সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পরে, ভালো করে যাচাই করে নিয়ে টিক চিহ্ন দিয়ে সাবমিট করুন।
১০) এরপর, আবেদনের রিসিভ কপি ডাউনলোড করে রেখে দিন।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

মিলন উৎসব ২০২৫ চাকরির মেলা আবেদনের নথিপত্র

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • বাসস্থানের প্রমাণপত্র।
  • বায়োডাটা।
  • আইডেনটিটি প্রুফ।

 

WBMDFC-র মূল লক্ষ্য হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের একটি আয়ের সুযোগ করে দেওয়া। চাকরি মেলায় বিভিন্ন কোম্পানি যুক্ত থাকায়, এক সঙ্গে আপনি অনেক গুলো কোম্পানির সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ পারছেন। একদিকে চাকরি দাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সুন্দর একটা যোগ সূত্র স্থাপন করছে। যারা এখনো পর্যন্ত একটা চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই প্ল্যাটফর্ম একটি অন্য মাত্রা দিতে চলেছে।

এই প্ল্যাটফর্মটি আপনাকে সরকারি চাকরির সুযোগ না দিলেও, একটি ভাল বেসরকারি চাকরির অফার আপনাকে দেবে, যেটা আপনাকে আত্মনির্ভরশীল হতে নিজের পায়ে দাড়াতে সাহায্য করবে। তাহলে দেরি না করে ঝটপট চাকরি মেলায় অংশগ্রহণ করুন এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। আরও বিস্তারিত কোন তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নিন।

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন