Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আজ সোমবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা শুরু হওয়ার কথা৷ এই আলোচনায় অংশগ্রহণ করে আরও একবার বাংলার বঞ্চনার ইস্যু তুলে ধরে সরব হবেন তৃণমূল সাংসদরা, রবিবার দাবি জানানো হয়েছে দলীয় সূত্রে৷ এই ক্ষেত্রে অভিনবত্বর পরিচয় বহন করে তৃণমূলের তরফে বক্তব্য রাখবেন ১১ জন রাজ্যসভা সাংসদ৷
দল হিসেবে তৃণমূল বলার সময় পেয়েছে ৩৩ মিনিট। দলীয় সূত্রের দাবি, কোনও একজন বা দু’জন সাংসদ নন, তৃণমূলের ১১ জন সাংসদ সংবিধান প্রসঙ্গে কথা বলার পাশাপাশি বাংলার বিভিন্ন ইস্যুও তুলে ধরবেন৷ এই ক্ষেত্রে প্রত্যেক সাংসদ সংবিধানের প্রস্তাবনার এক একটি অংশ (সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র ) বলবেন৷
যদি বিজেপি এবং ট্রেজ়ারি বেঞ্চ সংসদের অধিবেশনে বাগড়া না দেয়, তা হলে তৃণমূলের সাংসদের প্রতিবাদ অত্যন্ত উল্লেখযোগ্য হবে বলে দাবি দলীয় সূত্রের৷ এই মর্মেই তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ানের অভিযোগ, ‘সংসদকে ডিপ ডার্ক চেম্বারে পরিণত করেছে বিজেপি৷ আমরা মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান প্রসঙ্গে সংসদে আলোচনা চাই৷ সেখানে আলোচনা না করেই পালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার৷’
আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন
রাজ্যসভায় সংবিধান বিষয়ক আলোচনায় সরকারের তরফে জবাবি ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ এ সবের মধ্যেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় প্রসঙ্গে বিরোধী শিবির আরও কড়া মনোভাব দেখাতে শুরু করেছে৷ সংসদীয় সূত্রের দাবি, ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস পেশ করার পরে চেয়ারম্যানের তরফে দেওয়া চা-কফির নিমন্ত্রণও এবার প্রত্যাখ্যান করতে শুরু করেছে বিরোধী শিবির৷
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আপ, শিবসেনার মতো দলের সব রাজ্যসভা সাংসদ ইতিমধ্যেই এই নীতি গ্রহণ করেছেন বলে দাবি জানানো হয়েছে সংসদীয় সূত্রে৷ গত সপ্তাহে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের চায়ের আসরে ডেকেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়৷ সূত্রের দাবি, বিরোধী শিবিরের কোনও সদস্য এই চায়ের আসরে উপস্থিত ছিলেন না৷
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024