‘উন্মুক্ত পোশাক!’ সন্তানদের কাস্টডি পেলেন না খোদ মা, ঘটনা কি ? জানতে পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

High Court

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহিলাদের পোশাক নির্বাচন বা জীবন যাপনের পদ্ধতি কোনও নীতি পুলিশের আওতাধীন নয়, সাফ জানিয়ে দিল কেরালা হাইকোর্ট। একটি পারিবারিক আদালত বিবাহবিচ্ছেদের পর সন্তানের কাস্টডি কে পাবেন, তা নির্ধারণ করতে গিয়ে মা–কে সন্তানদের কাস্টডি দিতে অস্বীকার করে কয়েকটি কারণের উপর ভিত্তি করে।

এই সব কারণের মধ্যে রয়েছে, মায়ের পোশাক নির্বাচন, ডেটিং অ্যাপ ব্যবহার করা এবং বিবাহ বিচ্ছেদের পর তাঁর প্রতিক্রিয়া। কেরালা হাইকোর্টের বিচারপতি দেবন রামচন্দ্রম এবং বিচারপতি এমবি স্নেহলতার বেঞ্চ পারিবারিক আদালতের এই সব কারণকে ‘নারীবিদ্বেষী’ বলে উড়িয়ে দিয়ে এ–ও জানায়, এই সব বিচারের মূলে রয়েছে চিরকালীন পুরুষতান্ত্রিক ভাবনাচিন্তা।

হাইকোর্টের পর্যবেক্ষণ, এই ধরনের সিদ্ধান্ত রীতিমতো ‘সেক্সিস্ট’, এবং কারও অধিকার নেই কোনও মহিলাকে তাঁর পোশাক দিয়ে বিচার করার। পরে হাইকোর্ট এই কথাও জানায়, কোনও মহিলার গুণ বা তাঁর অন্যান্য দিক বিবেচনা না করে শুধু তিনি কেমন পোশাক পরেন, সেটা দিয়ে তাঁর চরিত্র বিচার করা রীতিমতো দুর্ভাগ্যজনক।

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

কোনও সভ্য সমাজে এমনটা হওয়া বাঞ্ছনীয় নয় বলেও জানিয়ে দেয় হাইকোর্ট। কোন মহিলা কেমন পোশাক পরবেন, সেটা সম্পূর্ণ ভাবে তাঁর নিজস্ব পছন্দের বিষয়, এ ক্ষেত্রে নীতি পুলিশির কোনও জায়গাই নেই, জানিয়ে দেয় কেরালা হাইকোর্ট।

বিবাহ বিচ্ছেদ নিয়ে ওই মহিলার প্রতিক্রিয়ায় পারিবারিক আদালত মহিলার চরিত্র বিষয়ে সন্দিহান হয়। এই প্রসঙ্গে হাইকোর্ট এই বিচারের তীব্র নিন্দা করে জানায়, মহিলারা শুধু বিয়ে করলেই সুখী হবেন আর বিবাহ বিচ্ছেদ হলে দুঃখে ভেঙে পড়বেন, এটাও সেই চিরাচরিত পুরুষতান্ত্রিক ভাবনারই ফসল। কোনও রায় ঘোষণার সময় কোনও আদালতের তরফেই ন্যূনতম ‘নারীবিদ্বেষ’ বা ‘সেক্সিস্ট’ ভাবনারও কোনও জায়গা নেই বলে জানায় হাইকোর্ট।

ছোটবেলা থেকে মেয়েদের উপর পোশাক–আশাক, জীবন–যাপন প্রণালী ইত্যাদি নিয়ে নানা ধরনের নিষেধাজ্ঞা চাপানো হয়, সেটা উল্লেখ করে হাইকোর্ট এ দিন বলে, কোনও শিক্ষিত, সভ্য সমাজে এই ধরনের ভাবনা বা নিষেধাজ্ঞা বা এর মাধ্যমে মহিলাদের চরিত্র বিচার সার্বিক ভাবে সামাজিক বিকাশের পরিপন্থী। যাঁরা আদালতে বসে বিচার করছেন, তাঁদেরও এই সব বিষয়ে আরও শিক্ষিত, আরও উুন্নতমনা হওয়া প্রয়োজন। বিশেষ করে এই ধরনের মামলার নিষ্পত্তি করার ক্ষেত্রে।

শেষ পর্যন্ত সন্তানদের মায়ের হেফাজতেই থাকার নির্দেশ দেয় কেরালা হাইকোর্ট। সঙ্গে জানায়, বাবাকে সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন