পিছনে রয়েছে Blackstone, হিরের ব্যবসায় যুক্ত এই সংস্থার IPO লাভ দেবে? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

ipo

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাড়া মিলছে হিরে গ্রেডিং করার কাজে প্রথমসারিতে থাকা একটি সংস্থার আইপিও-তে। বাজারে আসছে ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট (ইন্ডিয়া)-এর আইপিও। এখন বিডিং চলছে। বিডিংয়ের দ্বিতীয় দিন- ১৬ ডিসেম্বর দুপুরের মধ্যেই উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে সাবস্ক্রিপশনে।

কেন উৎসাহ এই আইপিও নিয়ে?

International Gemmological Institute (India) – এই সংস্থাটি একেবারে প্রথমসারির ডায়মন্ড গ্রেডিং ফার্ম। এরা হিরের শংসাপত্র দেয়। কোনও হিরের কাট, কালার, ক্ল্যারিটি, ক্যারাট-ওয়েট ইত্যাদি সংক্রান্ত তথ্য থাকে ওই সার্টিফিকেটে। এই সংস্থার পিছনে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন (Blackstone)। বৃহস্পতিবার অ্যাঙ্কর ইনভেস্টরদের তরফে ১৯০০ কোটি টাকা তুলেছে এই সমস্যা। IPO-এর প্রাইস ব্যান্ড রয়েছে প্রতি শেয়ারে ৩৯৭-৪১৭ টাকা। ন্যূনতম ৩৫ টি শেয়ারের লটে আবেদন করা যাবে। ১৭ ডিসেম্বর বন্ধ হতে চলেছে এর বিডিংয়ের আবেদন। ২০ ডিসেম্বর BSE, NSE-এর তালিকায় শেয়ার তালিকাভুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

মোট ৪২২৫ হাজার কোটির এই আইপিও-এর মধ্যে ফ্রেশ ইস্যু রয়েছে ১৪৭৫ কোটি টাকার এবং ২৭৫০ কোটি টাকার অফার অন সেল রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্রেশ ইস্যু থেকে যে টাকা উঠবে সেই টাকা মূলত IGI বেলজিয়াম গ্রুপ এবং IGI নেদারল্যান্ড গ্রুপ অধিগ্রহণ করার কাজে ব্যবহার করা হবে।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষাসংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

আরো পড়ুন:- পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন