‘অপূরণীয় ক্ষতি…শেষ কাজ হলো না’, স্মৃতিচারণা রহমানের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উস্তাদ জ়াকির হুসেনের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোকপ্রকাশ করেছেন অভিনেতা থেকে সঙ্গীত দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরাও। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এআর রহমান। দীর্ঘদিনের সম্পর্ক তাঁদের। জীবনের বহু ওঠা-পড়ার সাক্ষী একে-অপরের। একসঙ্গে একটি অ্যালবামের পরিকল্পনা করলেও, সেই স্বপ্নপূরণ হলো না তাঁর। আর কখনও দেখা হবে না তাঁদের, আবেগে ভরা পোস্টে কী লিখলেন রহমান?

এক্স-এ এআর রহমান লিখেছেন, ‘জ়াকির হুসেন ছিলেন সবার জীবনের অনুপ্রেরণা। তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। জ়াকির ভাই ছিলেন আমার অনুপ্রেরণা। একজন অসামান্য ব্যক্তিত্ব। যিনি তবলাকে বিশ্বব্যাপী সমাদৃত করেছিলেন। তাঁর প্রয়াণ মেনে নেওয়া কঠিন। আমি জ়াকির ভাইয়ের সঙ্গে বেশ কিছু বছর আগেও কাজ করেছি। যদিও আমরা একসঙ্গে একটি অ্যালবামের পরিকল্পনা করেছিলাম। সেটা আর হয়ে উঠল না। আপনাকে সত্যিই খুব মিস করব। তাঁর পরিবার এবং বিশ্বব্যাপী অগণিত ভক্তদের জন্য সমবেদনা।’

গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন জ়াকির হুসেন। সোমবার তাঁর পরিবারের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। জ়াকির হুসেনের মৃত্যু সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তাঁর সৃষ্টির ভাণ্ডার আগামী প্রজন্মকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

জ়াকির হুসেন প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এ ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। যা আজীবন সমৃদ্ধ করবে দেশবাসীকে। গ্র্যামি পাওয়ার পর রহমান পোস্টে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘ভারতে গ্র্যামি বৃষ্টি হচ্ছে…। অভিনন্দন জ়াকির ভাই।’ তখনও কি কেউ জানতেন এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে সময়। আর কখনও শোনা যাবে না উস্তাদের তবলার ধ্বনি।

আরো পড়ুন:- পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন