সরকারি সংস্থায় প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে! মাসিক বেতন ২৯,২০০ টাকা, শীঘ্রই আবেদন করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Govt-Employees-

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- National Investigation Agency Recruitment 2024-25: ভারতের সকল চাকরিজীবীদের জন্য চাকরির দারুন সুখবর। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থায় ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে চাকরি প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২৯-৯২ হাজার টাকা পর্যন্ত। তাহলে যে সকল যুবক যুবতীরা এখানে আবেদন করবেন তারা শীঘ্রই জেনেনিন পদের সংখ্যা, যোগ্যতা, বয়সসীমা, বেতনসীমা, আবেদন পদ্ধতি, আবেদন তারিখ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

NIA Recruitment 2024-2025: বিবরণ

শূন্যপদের নাম ও সংখ্যা: এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট ৩৩ জন কর্মী নিয়োগ হবে।

মাসিক বেতনসূচি: এখানে চাকরিজীবীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা।

যোগ্যতার মাপকাঠি (NIA Recruitment 2024 Eligibility Criteria)

শিক্ষাগত যোগ্যতা: জাতীয় তদন্তকারী সংস্থার DEO পদে আবেদন করার জন্য আবেদনকারীদেরকে যেকোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কমপ্লিট করতে হবে।

বয়সসীমা: জাতীয় তদন্তকারী সংস্থার DEO পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি (NIA Recruitment 2024-25 Apply Process)

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

আবেদনকারীরা NIA এর ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে।

তাহলে আবেদনকারীরা প্রথমে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসিয়াল পোর্টালে (nia.gov.in) ভিজিট করবেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি অথবা আবেদন পত্রটি সংগ্রহ করবেন। তারপর আবেদন পত্রে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে ফিলাপ করবেন। তারপর একটি মুখবন্ধ খামে আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স গুলো ও আবেদন পত্রটি ভরে নিবেন। তারপর SP (Admin), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003 ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন।

আবেদন তারিখ: আবেদন প্রক্রিয়াটি অফলাইনের মাধ্যমে ০৯/১২/২০২৪ তারিখ থেকে ০৭/০২/২০২৪ তারিখ অব্দি চলবে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

নিয়োগ পদ্ধতি (NIA Recruitment 2024 Selection Process)

আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে চাকরিতে নির্বাচিত করা হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট nia.gov.in

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন