স্মার্টফোনের রপ্তানিতে নতুন রেকর্ড ভারতের, দৌড়ে এগিয়ে কোন সংস্থা?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

phone tec

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্মার্টফোনের রপ্তানিতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গেল নভেম্বর মাসে। এই প্রথম বার কোনও এক মাসে ২০ হাজার কোটি টাকার স্মার্টফোন রপ্তানি করেছে ভারত। ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনকে স্মার্টফোন প্রস্তুতকারক বিভিন্ন সংস্থার দেওয়া রিপোর্ট থেকে মিলেছে এই তথ্য। ভারত থেকে রপ্তানি হওয়া স্মার্টফোনের মধ্যে শীর্ষে রয়েছে অ্যাপলের আইফোন। তার পর স্যামসুং। রপ্তানি করা মোবাইলের সিংহভাগই এই দুই সংস্থার।

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

নভেম্বর মাসে ভারত থেকে ২০ হাজার ৩৯৫ কোটি টাকার স্মার্টফোন রপ্তানি করা হয়েছে। যা গত বছরের নভেম্বরের থেকে ৯২ শতাংশ বেশি। গত বছর নভেম্বর মাসে ১০ হাজার ৬৩৪ কোটি টাকার স্মার্টফোন রপ্তানি হয়েছিল। এ বছরের মোট রপ্তানির অর্ধেকেরও বেশি হয়েছে অ্যাপলের আইফোন। ১৪ হাজার কোটি টাকার আইফোন রপ্তানি হয়েছে ভারত থেকে। অক্টোবর মাসে আইফোন রপ্তানি হয়েছিল ১২ হাজার কোটি টাকার। তিনটি ভেন্ডর সংস্থার মাধ্যমে আইফোন অ্যাসেম্বল হয় ভারতে। এই তিন সংস্থার অ্যাসেম্বল করা আইফোনের ৮০ শতাংশই রপ্তানি হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি আইফোন রপ্তানি হয়েছে তামিলনাড়ুতে অবস্থিত ফক্সকনের ফ্যাক্টরি থেকে। কর্নাটকে অবস্থিত টাটা ইলেক্ট্রনিক্সের ফ্যাক্টরি এবং পেগাট্রনও প্রচুর আইফোন রপ্তানি করেছে।

প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের অধীনে ভারতে স্মার্টফোনের উৎপাদন বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রপ্তানি। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পিএলআই স্কিম অন্য সেক্টরের থেকে অনেক বেশি সফলতা পেয়েছে। ২০১৯ সালে মোবাইল রপ্তানিতে ভারতের স্থান ছিল ২৩। এখন সেই র‌্যাঙ্ক ৩। পিএলআই স্কিমের জেরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বেশি। এর জন্য তিন লক্ষ জন সরাসরি কাজ পেয়েছেন। পরোক্ষভাবে ৬ লক্ষ জনের কর্মসংস্থান হয়েছে।

আরো পড়ুন:- দেশি’ এবং ‘বিদেশি’ মুসলমানদের লড়াই, বিস্ফোরক দাবি যোগীর 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন