ফের আবাস যোজনায় আবেদন শুরু ! টাকা পাবে বহু পরিবার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : PMAY আরবান 2.0 জন্য আবেদন প্রক্রিয়া শুরু হলো। সকল ভারতীয় নাগরিক আবেদন জানাতে পারবেন। PMAY আরবান 2.0 হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, যার উদ্দেশ্যে হল শহরাঞ্চলে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার গুলোকে বিনামূল্যে পাকা বাড়ি তৈরি করে দেওয়া। PMAY আরবান 2.0 উদ্যোগে ভারত সরকার সমগ্র দেশ জুড়ে এক কোটি পরিবারকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। পূর্বে পরিকল্পনা গুলির মাধ্যমে সমগ্র ভারতবর্ষের জুড়ে ১.১৮ কোটি বাড়ি অনুমোদিত হয়েছিল যার ৮৫.৫ লক্ষের বেশি বাড়ি ইতিমধ্যেই সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকি ঘরগুলো খুব শীঘ্রই হস্তান্তর করা হবে।

আরো পড়ুন:- তৈরি হয়ে গিয়েছে ক্যান্সারের টিকা, বড় দাবি রাশিয়ার। কবে থেকে দেওয়া হবে, জানিয়ে দিলো

Central Government Scheme 

এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে না হতেই ভারত সরকার উদ্যোগে আবার নতুন করে PMAY আরবান 2.0 উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এক কোটি পরিবার। তাই ‌ শহর অঞ্চলের যে পরিবার গুলি আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তারা এই প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণ জন্য আবেদন জানাতে পারেন। নিম্নে আবেদনের পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আবেদনের পূর্বে বিস্তারিত তথ্য জেনে নিন।

আরবান আবাস যোজনা 2.0 প্রকল্প:

আরবান 2.0 প্রকল্পটি হলো শহরাঞ্চলে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার গুলোকে বিনামূল্যে অথবা আর্থিক সহায়তায় পাকা বাড়ি তৈরি করে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ৯ আগস্ট ২০২৪ তারিখে মন্ত্রী সভায় PMAY 2.0 অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায়, ভারত সরকার বাড়ি তৈরি জন্য প্রতি ইউনিটে ২.৩০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। সাম্প্রতিক দেশের একাধিক পৌর এলাকার এই প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। টাকা একবার দেওয়া হয় না, গৃহ নির্মাণের একাধিক ধাপে ধাপে টাকা প্রদান করা হয়।

ভারত সরকারের এই প্রকল্পটি বিভিন্ন বিভাগের অধীনে বাস্তবায়িত হবে। যেমন- সুবিধাভোগী-নেতৃত্বাধীন নির্মাণ (BLC), অংশীদারিত্বে সাশ্রয়ী মূল্যের আবাসন (AHP), সাশ্রয়ী মূল্যের ভাড়া আবাসন (ARH), এবং সুদ ভর্তুকি প্রকল্প (ISS)। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ সময় উল্লেখ করতে হবে আপনি কোন বিভাগের অধীনে গৃহ নির্মাণ করবেন।

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

আবাস যোজনায় প্রয়োজনীয় নথিপত্র:

Urban 2.0 আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আবশ্যিক নথিপত্র গুলি হলো –

  • ১. আবেদনকারী এবং তার পরিবারের সকল সদস্যদের আধার কার্ড এর বিবরণ।
  • ২. আবেদন কারীর একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই ব্যাংক একাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের নম্বর সংযুক্ত থাকতে হবে।
  • ৩. পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র, উল্লেখিত বার্ষিক আয়ের বেশি হলে আবেদন পত্র বাতিল হবে।
  • ৪. আবেদনকারীর জাতিগত সংশায় পত্র।
  • ৫. আবেদন কারী যে জমিতে বাড়ি নির্মাণ করবেন তার প্রমাণ পত্র (যদি আপনার জমিতে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন করেন)।

আবাস যোজনায় আবেদন পদ্ধতি:

অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। Urban 2.0 আবেদন করার জন্য আপনাকে সর্ব প্রথমে PMAY Urban ওয়েবসাইটে https://pmay-urban.gov.in/ প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর Apply for PMAY-U 2.0 ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবেদনের পেজ খুলবে। আবেদন পত্রে উল্লেখিত আবেদনকারীর যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। নথিপত্র পুরণ করে সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরবর্তীকালে লগইন করে আপনার আবেদন পত্রের স্টেটাস চেক করতে পারবেন। #End

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন