মিটবে বাস্তু দোষ, দাম্পত্য সমস্যা ! বাড়িতে রাখুন এই বস্তুটি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : ময়ূরের পালক স্বয়ং শ্রীকৃষ্ণের মাথায় শোভা পায়। বাস্তু মতে বাড়িতে ময়ূরের পালক রাখা খুবই শুভ। এমনকি জীবনের অনেক সমস্যা ময়ূরের পালক দূরকরতে পারে বলে মনে করা হয়। ময়ূরের পালকের জ্যোতিষ টোটকা গুলি জেনে নিন।

হিন্দু ধর্মে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব স্বীকার করা হয়। ময়ূরের পালক কৃষ্ণের সর্বাধিক প্রিয়। তাই সবসময় এটি ধারণ করে থাকতেন। এ ছাড়াও গণেশ, কার্তিকেয়, সরস্বতী, ইন্দ্ররও ময়ূরের পালক বিশেষ পছন্দের। শুধু ধর্মীয়ই নয়, জ্যোতিষীও গুরুত্ব বহন করে ময়ূরের পালক। প্রচলিত ধারণা অনুযায়ী যে ঘরে ময়ূরের পালক থাকে, সেই ঘর থেকে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। এখানে ময়ূরপঙ্খের সঙ্গে জড়িত কিছু সহজ-সরল বাস্তু উপায় সম্পর্কে জানানো হয়েছে, যা করলে জীবনের সমস্ত দুঃখ দূর হবে এবং সুখ-সমৃদ্ধির আগমন ঘটবে।

আরো পড়ুন:- পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন

১. বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে ময়ূরের পালক রাখলে সমস্ত বাস্তু দোষ থেকে মুক্তি লাভ করা যায়। এর শুভ প্রভাবে অশুভ শক্তিও বাড়িতে প্রবেশ করতে পারবে না। নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে ময়ূরপঙ্খ।

২. কৃষ্ণের পাশাপাশি লক্ষ্মীও ময়ূরের পালক ভালোবাসেন। মন্দিরে ময়ূরের পালক রেখে প্রতিদিন পুজো করলে লক্ষ্মী প্রসন্ন হন এবং বাড়ি অর্থ ভাণ্ডারে পূর্ণ হয়।

৩. দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিলে ময়ূরপঙ্খ ব্যবহার করে লাভ পেতে পারেন। দাম্পত্য জীবনে মাধুর্য আনার জন্য নিজের শয়নকক্ষে বাঁসীর সঙ্গে ময়ূরের পালক রাখা উচিত।

৪. অর্থ সঞ্চিত না-হলে এবং অর্থ আগমনের সঙ্গে সঙ্গে তা ব্যয় হয়ে গেলে এই উপায় করে নিজের সঞ্চয় বাড়াতে পারেন। এর জন্য বাড়ির দক্ষিণ দিকে ক্যাশ বাক্স রেখে তাতে একটি ময়ূরের পালক রেখে দিন। এই উপায় করলে অর্থাভাব থাকবে না।

৫. বাচ্চারা খুব শীঘ্র কারও কুনজরের শিকার হলে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য রুপোর তাবিজে রেখে পরিয়ে দিন। এই উপায় করলে শুধু নজর দোষই নয়, বরং রাহুর দোষও দূর হয়।

৬. বাস্তু অনুযায়ী বাচ্চাদের পড়াশোনার ঘরে ময়ূরের পালক রাখা উচিত। এর ফলে বাচ্চারা পড়াশোনায় মনোনিবেশ করবে এবং তাঁদের বুদ্ধির বিকাশ হবে।

৭. ময়ূরের পালক সৌভাগ্যের প্রতীক। বাস্তু শাস্ত্র মতে, কোনও কাজে সাফল্য লাভ না-করলে নিজের কাজে ময়ূরপঙ্খ রাখা উচিত। এর প্রভাবে আটকে থাকা কাজ পূর্ণ হবে।

৮. আর্থিক পরিস্থিতি উন্নতির জন্য অফিস বা লকারের দক্ষিণ-পূর্ব দিকে ময়ূরপঙ্খ রাখুন। এর ফলে অর্থাভাব দূর হবে এবং আটকে থাকা টাকাও সহজে পেয়ে যাবেন।

৯. ময়ূরের পালক থেকে নির্গত ইতিবাচক শক্তি শত্রুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। তাই নিজের কাছে এটি রাখা উচিত।

১০. বাড়ির প্রবেশ দ্বারে ময়ূরের পালক লাগালে দোষ দূর হয়। গণেশের প্রতিমার সঙ্গে ময়ূরপঙ্খ রাখুন। বাড়িতে ময়ূরের পালক থাকলে কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। #End

আরো পড়ুন:- দেশি’ এবং ‘বিদেশি’ মুসলমানদের লড়াই, বিস্ফোরক দাবি যোগীর 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন