পর্ন স্টারকে ঘুষ ! ট্রাম্পকে রেহাই দিল না আদালত

By Bangla News Dunia Dinesh

Published on:

donald-trump

 

Bangla News Dunia, দীনেশ : মিলল না অব্যাহতি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) পর্ণ স্টার স্টর্মি-যৌন ঘুষকাণ্ড মামলায় নিউ ইয়র্ক আদালত রেহাই দিল না। মঙ্গলবার বিচারক জুয়ান মার্শান জানিয়েছেন, ট্রাম্প আর ক’দিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। তা সত্ত্বেও এই মামলায় তাঁকে ছেড়ে দেওয়ার কোনও প্রশ্ন নেই।

আরো পড়ুন:- পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন

বিচারকের বক্তব্য, স্টর্মি-ঘুষ মামলা ব্যক্তি ট্রাম্পের জীবনের সঙ্গে জড়িয়ে। এর সঙ্গে সরকারি ক্ষেত্র যুক্ত নয়। তাই প্রেসিডেন্ট হচ্ছেন বলে ছাড় পাবেন না।

২০ জানুয়ারি ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন। ইলেক্টোরাল ও পপুলার ভোটে জেতার কৃতিত্ব নিয়ে প্রেসিডেন্টের মসনদে বসবেন তিনি। কিন্তু স্বস্তি পাবেন না। স্টর্মি মামলার চাপ তাঁকে তাড়া করে বেড়াবে।

আরো পড়ুন:- তৈরি হয়ে গিয়েছে ক্যান্সারের টিকা, বড় দাবি রাশিয়ার। কবে থেকে দেওয়া হবে, জানিয়ে দিলো

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন