Bangla News Dunia , দীনেশ : নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অপরাধে বহুদিন ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কবে ঘুচবে তাঁর বন্দিদশা? এর উত্তর জানার জন্য উদগ্রীব স্বয়ং পার্থও। তবে তাঁর জেলমুক্তি যে সহজে হবে না বুধবার ইডির বিশেষ আদালতের বক্তব্যে স্পষ্ট। এদিন আদালতের সাফ বক্তব্য, ‘পার্থ চট্টোপাধ্যায়ের জামাই আদালতে উপস্থিত না হলে জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।’
আরো পড়ুন:- তৈরি হয়ে গিয়েছে ক্যান্সারের টিকা, বড় দাবি রাশিয়ার। কবে থেকে দেওয়া হবে, জানিয়ে দিলো
আজ পার্থের মামলায় চার্জ গঠন করার কথা ছিল। কিন্তু চার্জ গঠন না হওয়ায় ইডির ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালত জানায়, ‘ইডি নিজেদের দায়িত্ব পালন করছে না। হস্টেলের ছাত্রের মতো পরীক্ষার ১০ মিনিট আগেই ঘুম থেকে উঠে জামা, পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না!’ পাশাপাশি আদালতের পক্ষ থেকে আরও বলা হয়, ‘পার্থ চট্টোপাধ্যায়ের জামাই আদালতে উপস্থিত না হলে জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।’
আরো পড়ুন:- পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন
উল্লেখ্য, নিয়োগ মামলায় ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন একাধিক অভিযুক্ত। এদিন আদালতে তাঁদের অনেকেই উপস্থিত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারক। অন্যদিকে, এই মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাইয়েরও। বর্তমানে তিনি বিদেশে রয়েছেন। তাই এদিন তিনিও আদালতে হাজির হতে পারেননি। একদিকে ইডির খামখেয়ালিপনা, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের আদালতে অনুপস্থিতি। এই দুই কারণে কবে বন্দিদশা কাটবে পার্থর? তা তিনি নিজেই জানেন না।
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024