Bangla News Dunia , Pallab : #দাঁদের_কারণ_লক্ষণ_প্রতিকার_প্রতিরোধ ও হোমিওপ্যাথিক চিকিৎসা —-
দাঁদ বা রিংওয়ার্ম এর লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে যেহেতু এটি নারী-পুরুষ-শিশু সবার একটি প্রধান সমস্যা! আয়নায় নিজেকে দেখুনতো ভালো করে, শরীরে কোথাও কি গোল চাকতির মত ফুসকুড়ি দেখা যাচ্ছে? জায়গাটা কি একটু চুলকাচ্ছে? তাহলে এখনি সচেতন হয়ে উঠুন। আপনি হয়ত ফাঙ্গাল স্কিন ডিজিজ-এ আক্রান্ত, যাকে আমরা ‘দাঁদ বা দাউদ’ নামে চিনি। রিংওয়ার্ম বা দাঁদ (Ringworm), চিকিৎসার পরিভাষায় ডার্মাটোফাইটোসিস (Dermatophytosis) নামে পরিচিত।
এই রোগটি মূলত কিছু ফাঙ্গাস-এর আক্রমণে হয়ে থাকে এবং সব থেকে চিন্তায় বিষয় হল রোগটি শরীরের যে কোনও অংশে হতে পারে। তবে নখ, ত্বক এবং স্ক্যাল্প-এ বেশি মাত্রায় হতে দেখা যায়। এছাড়া দাদ প্রথমে একটু থেকে হলেও পরে বাড়তে থাকে। প্রসঙ্গত, রিংওয়ার্ম বা দাদ এক ধরনের বিচ্ছিরি ছোঁয়াচে রোগ। তাই পরিবারের কেউ এমন রোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করা উচিত। না হলে অল্পদিনেই কিন্তু বাকিদেরও এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
আরো পড়ুন :- পর্ন স্টারকে ঘুষ ! ট্রাম্পকে রেহাই দিল না আদালত
➡️দাঁদ বা রিংওয়ার্ম এর কারণ:
ছত্রাকের কারণে দাদ হয়ে থাকে। সাধারনত ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গা এবং ভালোভাবে আলোবাতাস পায় না এধরনের জায়গায় ছত্রাকের জন্ম হয়।
অপরিস্কার অপরিচ্ছন্নতা, আটসাট অন্তর্বাস ব্যবহার করলে, অপরিষ্কার কাপড় ব্যবহার করলে।
সংক্রামক ব্যক্তির কাপড়, গামছা, তোয়ালে ব্যাবহার করলে দাদ হতে পারে।
মাথার চিরুনি দ্বারা ও পায়ের পুরনো মোজা দ্বারা সংক্রমিত হতে পারে।
দাদ এর কারণ মাথার চিরুনি ও পায়ের পুরনো মোজার সংক্রমণ –
সাধারণত অপরিষ্কার-অপরিচ্ছন্ন শরীর, দীর্ঘ সময় ভেজা থাকে এমন শরীর, ত্বকে ক্ষত আছে এমন শরীরেই ছত্রাকগুলোর স্পোর দ্বারা আক্রান্ত হয়।
যারা বেশি ঘামেন এবং যাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, তাদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। ঘাম এ রোগের জন্য দায়ী ফাঙ্গাসকে বৃদ্ধি করতে সাহায্য করে।
কোথায় বেশি হয়—
মাথার ত্বকে বা চুলের নিচে দেখা যায়।
দাড়িতে দাদ হয়।
কুচকিতে ও রানের দু পাশে দাদ হয়।
পিঠ, পেট, গায়ে দাদ হয়।
পায়ের তলায় এবং পাতায় দাদ হয়।
নখে দাঁদ হয়।
দাদ বা রিংওয়ার্ম এর লক্ষণ
দাদ হলে প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়। পরে আক্রান্ত স্থানে বাদামী বর্ণের আইশ হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে। এটি দেখতে অনেকটা চাকার মতো যার কিনারাগুলো সামান্য উঁচু হয়।
➡️শরীরে দাঁদ বা রিংওয়ার্ম এর লক্ষণ –
যতই দিন যায় চাকার পরিধি বাড়তে থাকে আর কেন্দ্রের দিকে বা ভেতরের দিকে ভালো হয়ে যেতে থাকে। ক্ষত স্থান থেকে খুশকির মত চামড়া ওঠে। কখনো কখনো পানি ভর্তি দানা ও পুঁজ ভর্তি দানা হয়। ক্ষত স্থান অত্যন্ত চুলকায়। মাথায় দাদ হলে আক্রান্ত স্থানের চুল পড়ে যায়। কোমরে বা কুঁচকিতে হলে চামড়া সাদা ও পুরু হয়ে যায়। নখে হলে অস্বচ্ছ ও ভঙ্গুর হয়ে যায়। দাঁদ চুলকালে সেখানে জ্বালা হয় ও কষ পড়তে থাকে।
➡️দাঁদের চিকিৎসা:- দাঁদের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত লক্ষন সদৃশ ঔষধ নির্বাচন করবেন। এখানে মাত্র কয়েকটি আলোচনা করা হল। লক্ষন সদৃশ্যে আরো অনেক ঔষধ আসতে পারে।
🟥ব্যারাইটা_কার্ব
গন্ডমালা ধাতুগ্র স্হ শিশুর মাথায় দাদ হলে এবং মাথার চুল ঝড়ে পরলে ব্যাবাইটা কার্ব উপযোগী ।
🟥ক্যালকেরিয়া_কার্ব
স্ক্রুফুলা ধাতুগ্র স্হ মোটা থলথলে যে কোন রোগীর মাথায় দাদ হলে, মোটা মামড়ী পড়লে, হলুদাভ পুজ জন্মিলে তবে এই ঔষধটি উপযোগী।
🟥নেট্রাম_কার্ব
হাতে, পিঠে, নাক-মুখে, ঠোটে দাদ হলে ভীষণ চুলকানী, ঘর্ষনে ও ঠান্ডায় আরাম বোধ হলে উপযোগী ।
🟥নেট্রাম_মিউর
কনুই, জানু, অন্ডকোষ ও উরুতে দাদ ভয়ানক চুলকানী, রসঝলে, লবন প্রীয় রোগীর জন্য অত্যন্ত কার্য্করী।
🟥সিপিয়া
কনুই, জানু, হাত-পা, গ্রীবা, কানের পাশে, কোমড়ে দাদ, অত্যন্ত চুলকানী জ্বালা আইশ উঠে, গর্ভাবস্হায়, ঋতুকালে, শিশু লালন কালে বৃদ্ধি হলে সিপিয়া উপযোগী।
🟥টেলুরিয়াম
সর্ব-শরীরে দাদ হলে, একটি বৃত্তকে ছেদ করে আরেকটি বৃত্ত তৈরী হলে এভাবে সমস্ত শরীর ছড়িয়ে পড়লে এটি অত্যন্ত কার্য্করী।
🟥গ্রাফাইটিস
মোটা দেহ মোটা মল মোটা রস ঝরে এরুপ রোগীর দাদে গ্রাফাইটিস উপযোগী। দাদ কানের পশ্চাতে শুরু হইয়া গলা পর্যন্ত ছড়াইয়া পরে। দাদ হতে প্রচুর চটচটে রস ঝরে। মধুর মত রস ঝরে। অত্যধিক চুলকায়, জ্বলে। দাদ কান মাথা, হাত পায়ে ছড়াইয়া পরে, চামড়া ফেটে যায়। ক্ষত স্হানে কোন বেদনা থাকে না। এইরুপ দাদে গ্রাফাইটিস উপযোগী।
🟥পেট্রোলিয়াম
মুখে, মাথায়, অন্ডকোষে হলুদাভ সবুজ মামড়ী যুক্ত দাদ ও গভীর ফাটলযুক্ত একজিমা প্রতি বছর শীতকালে আবির্ভাব হলে এবং গ্রীস্ম কালে অপনা আপনি সেরে গেলে পেট্রোলিয়াম উপযোগী।
🟥সিপিয়া
যে কোন স্থানে লাল জমির উপর ফুস্কুরী জন্মে। অত্যধিক চুলকায় এবং চুলকাইলে জ্বলে। প্রথমে শুষ্ক থাকে পরে দ্রুত ছড়াইয়া পড়ে এবং দুর্গন্ধ যুক্ত রস ঝড়ে। তাহা শুকাইয়া মামড়ী পড়ে পরে ফাটে ও ঝড়ে পড়ে। এই লক্ষণ সমষ্টি যে রোগীর মাঝে পাওয়া যাবে তার জন্য সিপিয়া উপযোগী।
🟥মেজেরিয়াম
মাথা হতে সকল স্হানেই দাদ প্রকাশ পাইতে পারে এবং ক্ষতের উপর শুষ্ক চামড়ার ন্যায় মোটা মামড়ী পড়ে। এর নিচে পুজ জন্মে। মাথায় ভয়ানক চুলকানী চুল জড়িয়া যায়। চুলকাইলে চুলকানি আরো বাড়ে। শিশু চুলকাইয়া মাথার চামড়া রক্তাক্ত করে। তাপে চুলকানী বাড়ে। এই রোগীর জন্য মেজেরিয়াম প্রয়োজন।
🟥আর্সেনিক_এলবম
মস্তক মুখমন্ডল, পায়ে, শুস্ক আইশযুক্ত উদ্ভেদ, হাজাকারক ও দুর্গন্ধ যুক্ত রসসহ অসহ্য চুলকানি ও জ্বালা। রাতে ঠান্ডায় বৃদ্ধি গরম তাপে আরাম। যে রোগীর ধাতুগত আর্সেনিকের মিল পাবেন তার দাদে অত্যন্ত কার্যকর #End
আরো পড়ুন :- নাড্ডার উত্তরসূরি কে? ফেব্রুয়ারিতেই চমক বিজেপির
আরো পড়ুন :- ব্যাংক অ্যাকাউন্ট তো খুলেছেন, ডিম্যাট অ্যাকাউন্ট খুললে পাবেন এই ১০টি সুবিধা