Instagram ও Threads-এ বড় বদল আনল মেটা, কী সুবিধা হবে এ বার? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মেটা তাদের একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একাধিক বদল আনছে। পোস্ট সংক্রান্ত একাধিক বদল আনছে মেটা। এর মধ্যে থ্রেডস (Threads) থেকে শুরু করে ইনস্টাগ্রাম (Instagram), সব প্ল্যাটফর্মই রয়েছে।

থ্রেডস-এ যাতে ব্যবহারকারীরা পোস্ট শিডিউল করতে পারেন, তার জন্য ফিচারে বদল আনা হচ্ছে। তবে কবে থেকে এই সুবিধা মিলবে তা এখনও স্পষ্ট জানানো হয়নি। মেটার প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজের ক্ষেত্রেও শিডিউল অপশন চালু হয়েছে। এর ফলে এই প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা DM-এর মাধ্যমে টেক্সট মেসেজ শিডিউল করতে পারবেন। এছাড়াও আরও একাধিক ফিচার ব্যবহার আসছে মেটার প্ল্যাটফর্মে।

আরো পড়ুন:-  হাওড়া শাখায় ১ মাসের বেশি বাতিল বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

থ্রেডসে নয়া ফিচার:

মেটার মাইক্রোব্লগিং সাইট থ্রেডস তাদের অফিসিয়াল হ্যান্ডল থেকে জানিয়েছে, ওই প্ল্যাটফর্মে পোস্ট শিডিউল সংক্রান্ত নয়া ফিচার নিয়ে কাজ চলছে। সংস্থা জানিয়েছে, সামান্য কিছু সংখ্যক ব্যবহারকারী নিয়ে এই শিডিউল ফিচার পরীক্ষা করা হয়েছে। শীঘ্রই সব ব্যবহারকারীই থ্রেডসে পোস্ট শিডিউল করার ফিচার ব্যবহার করার সুযোগ পাবেন। কিন্তু তার জন্য নির্দিষ্ট করে কোনও দিনক্ষণ জানানো হয়নি।

মেটা জানিয়েছে, থ্রেডসে কোনও পোস্ট শিডিউল করার জন্য প্রথমে পোস্ট কম্পোজ়ারে Three-dot menu-তে যেতে হবে, তারপরে ডেট অ্যান্ড টাইম অপশনে যেতে হবে। কখন পোস্ট পাবলিশ করতে চান, তা ঠিক করে নিতে হবে। তারপরে Schedule অপশন ক্লিক করতে হবে। এরপরে শিডিউল করা পোস্ট ড্রাফটস ফোল্ডারে দেখা যাবে। থ্রেডস জানিয়েছে যে, পাবলিশ করার সময়ের আগে পর্যন্ত এই পোস্ট এডিট বা ডিলিট করা যাবে।

আরো পড়ুন:- ভারতে পরমাণু বোমা ফেলার হুঁশিয়ারি বাংলাদেশের

ইনস্টাগ্রামে নয়া ফিচার:

মেটা-র অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তারাই এ বার DM বা ডিরেক্ট মেসেজ সার্ভিসে শিডিউল করার অপশন নিয়ে এসেছে।

এই ফিচার ব্যবহার করার জন্য প্রথমে চ্যাট খুলে মেসেজ লিখতে হবে। তারপর Send বাটন দীর্ঘক্ষণ চেপে ধরে থাকতে হবে। তারপরেই একটি ডায়লগ বক্স খুলে যাবে। সেখানে সুবিধামতো সময় ও তারিখ বেছে মেসেজ শিডিউল করতে হবে। চ্যাটবক্সে শিডিউল মেসেজ দেখানো হবে। একাধিক মেসেজ শিডিউল করা যাবে। তবে ইনস্টাগ্রামের তরফে থেকে জানানো হয়েছে, শুধুমাত্র টেক্সট মেসেজই শিডিউল করা যাবে। কোনও ফোটো, ভিডিয়ো, GIF থাকলে তা শিডিউল করা যাবে না।

আরো পড়ুন:- সুখবর! রাজ্য সরকারি কর্মীদের নিউ ইয়ার গিফট! আচমকাই 7% ডিএ বৃদ্ধি করল সরকার। জেনে নিন কবে থেকে পাবেন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন