Bangla News Dunia, দীনেশ :- অস্থির বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। সেখানকার রাজনীতিতে কার্যত রোজই মোড় ঘুরছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) তাঁর বিজয় দিবসের বক্তৃতায় বাংলাদেশে নির্বাচনের সম্ভাব্য যে সময়সীমা জানিয়েছেন, তাতে সন্তুষ্ট নয় খালেদা জিয়ার দল বিএনপি (BNP)।
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা
কেন এখনও ভোটের জন্য এতদিন অপেক্ষা করতে হবে, পরোক্ষে সেই প্রশ্ন তুলে এবার ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা নিশ্চিত ভোটের একটা রোডম্যাপ দেবেন! কিন্তু তিনি তা দেননি। এটা খুবই হতাশাজনক। বলা হচ্ছে, নির্বাচন কমিশন গড়া হয়ে গিয়েছে। কিন্তু ভোটের কাজ তো কিছুই হচ্ছে না!’
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
গত অগাস্টে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন। সংখ্যালঘুদের স্বার্থরক্ষার পাশাপাশি ভোট নিয়ে তাঁর সরকার কী করে, তা নিয়ে সরগরম বাংলাদেশ। প্রথমে মনে করা হচ্ছিল, কয়েক মাসের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে। একাংশের অভিযোগ, ইউনূসের সরকার এখনই ক্ষমতা ছাড়তে নারাজ। সেই কারণেই ক্রমশ টালবাহানা দিয়ে যাচ্ছে। ভোট নিয়ে এবার ক্রমশ সুর চড়াচ্ছে বিএনপি।
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা