‘আম্বেদকরের অপমান মানছি না, মানব না !’ প্রতিবাদ জানিয়ে ব্লকে ব্লকে মিছিলের কর্মসূচি ঘোষণা মমতার

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- আম্বেদকর ইস্যুতে প্রতিবাদ আরও জোরাল করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। সংসদেও প্রতিবাদে মুখর হয়েছেন তৃণমূল সাংসদরা। এবার রাজ্যেও পথে নামছে তৃণমূল। রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার (Kolkata) প্রতিটি ওয়ার্ডে ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত প্রতিবাদ মিছিল সংঘটিত হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিজেপিকে তীব্র আক্রমণ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না!
এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার।

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। বাবাসাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত, রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন