ক্রিপ্টো মার্কেটে অস্থিরতার তীব্র চাপ ! 96000 ডলারের নীচে নামল Bitcoin

By Bangla News Dunia Dinesh

Published on:

bitcoin

Bangla News Dunia, দীনেশ :- বিটকয়েনে ধারাবাহিকভাবে অস্থিরতার চাপ অব্যাহত। কিছু সময় পূর্বেই 100,000 মার্কিন ডলারের উপর রেকর্ড উচ্চতায় উঠে গিয়েছিল এই ক্রিপ্টোকারেন্সিটির দাম। নয়া মাইলফলক স্পর্শ করেছিল বিটকয়েন। কিন্তু, ফেডারেল রিজার্ভের বৈঠকের পর এই ডিজিটাল সম্পদটির উপর অস্থিরতার তীব্র চাপ লক্ষ্যণীয় হয়েছে। টানা পতন দেখতে পাওয়া যাচ্ছে ক্রিপ্টোকারেন্সিটিতে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বিটকয়েনে টানা চারদিন ধরে পতন লক্ষ্যণীয় হয়েছে। বর্তমানে 100,000 মার্কিন ডলারের নীচে নেমে গিয়েছে এই ক্রিপ্টোকারেন্সির মূল্য। ফলে, খুব স্পষ্টভাবেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। সম্প্রতি ফেডারেল রিজার্ভের চেয়ার জেরম পাওয়েল বিটকয়েন ও বিটকয়েন রিজার্ভের সম্ভাবনার প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করেছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিষয়টির কারণেই বর্তমানে ক্রিপ্টোকারেন্সির বাজারে আন্ডারপারফর্ম্যান্স লক্ষ্যণীয় হচ্ছে। টানা নীচের দিকে নামছে বিটকয়েন সহ একাধিক ক্রিপ্টোকারেন্সির দাম।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

সূত্রের খবর, এদিন সকাল 10 টা বেজে 43 মিনিট নাগাদ বিটকয়েন 97,212 মার্কিন ডলারে ট্রেড করছিল। বিটকয়েনের দামে 3.9 শতাংশের বড়সড় পতন লক্ষ্যণীয় হয়েছে। এদিন ক্রিপ্টোকারেন্সিটির ইন্ট্রাডে সর্বনিম্ন অবস্থান ছিল 95,587 মার্কিন ডলার। ফলে, স্পষ্টভাবেই ক্রিপ্টোকারেন্সিটি একটি বড়সড় সংশোধনের সম্মুখীন হয়ে পড়েছে। অপরদিকে একইভাবে, ইথেরিয়ামেও পতন দেখা গিয়েছে। এদিন একই সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সিটি 7.5 শতাংশ কমে 3,391 মার্কিন ডলারে ট্রেড করছিল।

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

এই প্রসঙ্গে Giottus –এর সিইও Vikram Subburaj –এর জানিয়েছেন, “বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেটে সাম্প্রতিক সময়ে একটি বড়সড় সংশোধন লক্ষ্যণীয় হয়েছে। বিটকয়েন এই মুহূর্তে খুব অস্থির অবস্থায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ 2025 সালে বিটকয়েনের উপর সতর্ক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ইঙ্গিত দেওয়ার কারণে বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রভাবিত হয়েছে। বাজারে এই বিষয়টিরই প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা তৈরি হয়েছে। স্পট ইটিএফ ফান্ডগুলিতে দৈনিক প্রায় 647 মিলিয়ন মার্কিন ডলারের আউটফ্লো দেখা গিয়েছে।”

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

এই প্রসঙ্গে Pi42 –এর সহ প্রতিষ্ঠাতা ও সিইও Avinash Shekhar জানিয়েছেন, “ক্রিপ্টো মার্কেটে অস্থিরতা লক্ষ্যণীয় হলেও বিটকয়েন এটির স্থিতিস্থাপল অবস্থান ধরে রাখবে। জেরম পাওয়েলের তরফে বিটকয়েন রিজার্ভের জল্পনা খারিজ করে দেওয়া হয়েছে। এই কারণেই আমরা বর্তমানে বাজারে সংশোধন দেখতে পাচ্ছি। বিনিয়োগকারীরা সতর্ক হয়ে উঠছেন।”

অন্যান্য একাধিক ক্রিপ্টোকারেন্সিতেও পতনের চাপ লক্ষ্যণীয় হয়েছে। সর্বাধিক পতন দেখা গিয়েছে Dogecoin এবং Shiba Inu তে। এই দুটি অল্টকয়েনে যথাক্রমে 11.8 শতাংশ এবং 9.2 শতাংশ পতন দেখা গিয়েছে। এছাড়াও, Cardano, Tron, Solana, XRP, BNB, Avalanche –এও বড়সড় পতন দেখা গিয়েছে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন