Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ফের বিহারের মসনদে নীতীশ ! গতকাল সোমবার বিকেল সাড়ে ৪-টে নাগাদ বিহারের রাজভবনে শপথ নেন তিনি। এদিনের নীতীশের শপথ গ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শপথগ্রহণের অনুষ্ঠানে বয়কট করে বিরোধী আরজেডি ও কংগ্রেস। এদিন টুইট করে বিহারের ফের নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনতার রায় মাথায় নিয়ে এনডিএ বিহারের উন্নয়ন করবে বলে প্রতিক্রিয়া নীতীশের। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
এবার বিহারের উপমুখ্যমন্ত্রী হলেন ২ জন। বিহার বিজেপির পরিষদীয় দলনেতা তারিকিশোর প্রসাদ ও অত্যন্ত অনগ্রসর শ্রেণির প্রতিনিধি ও বিজেপির উপপরিষদীয় দলনেত্রী হিসেবে নির্বাচিত রেনুদেবী। এবার বিহার নির্বাচনে নিজেদের ব্যাপক শক্তি খুইয়েছে শাসক জেডিইউ। রাজ্যের মোট আসনের নিরিখে রাজ্যের তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে নীতীশের দল জেডিইউ। আবার শক্তি বৃদ্ধি করে ৭৩টি আসন দখল করেছে জোট শরিক বিজেপি। মুখ্যমন্ত্রী ছাড়া ৫ জন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছে জেডিইউ। তাদের তরফে ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন বিজয় কুমার চৌধুরি, বিজেন্দ্র প্রসাদ যাদব, অশোক চৌধুরি ও মেওয়া লাল চৌধুরি।
আরো পড়ুন :- আজকের দিনে ! ইতিহাসের পাতা থেকে
এছাড়াও এনডিএ শরিক হিন্দুস্তানি আওয়ামি মোর্চা প্রধান জিতন রাম মাঁঝির ছেলে সন্তোষ কুমার সুমন এবং বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানিও ক্যাবিনেট মন্ত্রিত্ব পাচ্ছেন। বিজেপির বিধায়ক-মঙ্গল পাণ্ডে এবং অমরেন্দ্র প্রতাপ সিং, রামপ্রীত পাসোয়ান, জিভেশ মিশ্র, রামসুরাত রাই ক্যাবিনেট মন্ত্রী হলেন।
Highlights
1. ফের বিহারের মসনদে নীতীশ !
2. মুখ্যমন্ত্রী ছাড়া ৫ জন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছে জেডিইউ
#JDU #BJP