২০২৪ সালে বাংলাদেশ-পাকিস্তানে হিন্দুদের উপর হামলার ঘটনা ক’টি ? জানাল বিদেশ মন্ত্রক

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- বাংলাদেশ-পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে বিস্ফোরক তথ্য উঠে এল বিদেশমন্ত্রকের বয়ানে।  প্রশ্নের উত্তরে শুক্রবার রাজ্যসভায় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানান, চলতি ২০২৪ সালে বাংলাদেশে হিন্দুদের উপর হিংসার ২,২০০টি ঘটনা ঘটেছে। অন্যদিকে পাকিস্তানে এই সংখ্যাটা ১১২। বিভিন্ন সংখ্যালঘু সংগঠন ও মানবাধিকার সংগঠন সূত্রে এই তথ্য মিলেছে। বাংলাদেশে এই হামলার ঘটনা ঘটেছে  শেখ হাসিনা সরকারের পতনের পরে।  বিদেশ মন্ত্রকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধরনের ঘটনাগুলিকে গুরুত্ব দিয়ে দেখছে বিদেশ মন্ত্রক এবং বাংলাদেশ সরকারের কাছে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের মনে করছে, বাংলাদেশ সরকার সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ করবে।’

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

বিদেশ মন্ত্রকের দাবি, ২০২২ সালে বাংলাদেশে হিন্দুদের উপর ৪৭টি অত্যাচারের ঘটনা নথিবদ্ধ হয়েছিল। ২০২৩ সালে সেই সংখ্যাটা ছিল ৩০২। ২০২৪ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২,২০০। তাৎপর্যপূর্ণ ভাবে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া আর কোনও দেশে হিন্দু বা সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গণআন্দোলনের কারণে গত ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে দেশের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বারবার হিন্দুদের উপর হামলার অভিযোগ ওঠে। আক্রান্ত হতে হয় ধর্মীয় প্রতিষ্ঠান ইস্কনকেও। তারপর থেকে একাধিকবার বাংলাদেশকে বার্তা দিয়েছে ভারত। এমনকি বাংলাদেশ সফরে গিয়ে মুহাম্মদ ইউনূস সহ বিদেশ সচিব, বিদেশ মন্ত্রকের পরামর্শদাতার সঙ্গে বৈঠক করে একই বার্তা দিয়ে এসেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তবে তারপরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলেই জানা গেছে।

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন