Bangla News Dunia, Pallab : জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও একটি নতুন চাকরির দুর্দান্ত বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে স্নাতক পাস যোগ্যতায় Medical Social Worker পদে নিয়োগ করা হবে। এখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে যেকোনো যোগ্য চাকরিপ্রার্থী ।
আপনারা যারা স্নাতক পাস শিক্ষিত বেকার যুবক বা যুবতী এতদিন ধরে কোন একটা ভালো চাকরির খোঁজে আশা করেছিলেন, তাদের জন্য জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত এই চাকরি বিজ্ঞপ্তিতে একটা দুর্দান্ত সুযোগ হয়ে এসেছে। আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে শীঘ্রই আবেদন করে ফেলুন, সুযোগকে কখনো হাতছাড়া হয়ে যেতে দেবেন না।
এদিকে আমরা আপনাদের আবেদন করার সুবিধার্থে আমাদের আজকের এই প্রতিবেদনে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম তথ্য অতি সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করেছি আপনাদের সুবিধার্থে। আমাদের আজকের এই প্রতিবেদনটি আশা রাখছি আপনাদের এখানে আবেদনের ক্ষেত্রে সমস্ত রকম ভাবে সাহায্য করবে।
আরো পড়ুন :- বাংলাদেশের মন্দিরে হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার, ইউনূসের নিন্দায় ইসকন
পোস্ট তারিখ | 28.11.2024 |
নিয়োগকারী সংস্থা | জেলা স্বাস্থ্য দপ্তর |
পদের নাম | মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার |
শিক্ষাগত যোগ্যতা | নীচে উল্লেখিত |
মাসিক বেতন | 18,000 টাকা |
আবেদনের শেষ তারিখ | 31.12.2024 |
পদের নাম (Post Name) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে “মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার” (Medical Social Worker) পদে।
নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) :
পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে প্রকাশিত উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে District Health and Family Welfare Samity, Purba Bardhaman District এর তরফ থেকে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification for Health Department) :
এই মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে দেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এর পাশাপাশি কম্পিউটারের কমপক্ষে 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা (Other Qualification) :
ওপরে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আবেদনকারী চাকরিপ্রার্থীদের Windows XP এবং Windows 7 অপারেটিং সিস্টেম যুক্ত কম্পিউটার চালাতে জানতে হবে। এছাড়াও Microsoft Office 2010 বিশেষত MS Excel, Powerpoint এবং Work এর ব্যবহার ভালোভাবে জানা থাকতে হবে, এছাড়াও কম্পিউটারে ইন্টারনেটের উপর ভিত্তি করে ইমেইল এবং ওয়েব ব্রাউজিং করার অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে 1টি পদে।
বয়স (Age Criteria) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। কিন্তু অন্যান্য সকল সরকারি চাকরির নিয়ম এর ধারা অব্যাহত রেখে, এখানেও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC, ST & OBC) সরকারি নিয়মানুসারে নির্দিষ্ট মানে বয়সের ছাড় পেয়ে থাকবে।
মাসিক বেতন (Monthly Salary) :
এই মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 18,000 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (How to Apply) :
চাকরিপ্রার্থীদের এই মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদে আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। আপনারা কিভাবে তার আবেদন করবেন, সেই সমস্ত রকম প্রক্রিয়া আমরা নিচে ধাপে ধাপে খুব সহজ ভাবে আপনাদের জন্য আলোচনা করেছি, সেগুলি দেখে নিয়ে অবশ্যই আপনারা এখানে যতটা শীঘ্রই সম্ভব আবেদন করে ফেলুন –
- সবার আগে ভিজিট করুন পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে।
- অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমরা প্রতিবেদনের নিচে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে।
- সেখানে গিয়ে আপনারা যথাস্থানে নিজেদেরকে রেজিস্টার করে ফেলুন ওই পোর্টালে সমস্ত রকম তথ্য সহকারে।
- রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনারা প্রদত্ত মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
- সেগুলি দিয়ে পরের পেজে লগইন করে নিতে হবে।
- Login হয়ে যাওয়ার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাবেন সেটিকে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য সহকারে কোনরকম ভুলভ্রান্ত না করে পূরণ করে দেবেন।
- পূরণ হয়ে যাওয়ার পর পরের পেজে আপনাদেরকে প্রয়োজনে সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড বলবে
- নির্দেশ অনুসারে নির্দিষ্ট মাপে ডকুমেন্টসগুলিকে স্ক্যান করে আপলোড করে দেবেন।
- আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিতে হবে।
- তারপর আপনার আবেদনটিকে একবার পুনর্বার চেক করে নিয়েছে আপনি করে দিলেন সেটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selections Process) :
এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাবেন তাদেরকে নিয়ম করা হবে শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এই পুরো নির্বাচন প্রক্রিয়াতে মোট 100 নম্বর আবেদনকারী চাকরিপ্রার্থীদের দেওয়া হবে। তার মধ্যে যারা আগ্রাধিকার পাবে, তাদেরকে বিশেষত প্রথমেই নিয়ম করা হবে, পরে বাকিরা সুযোগ পাবে। পরীক্ষার নম্বর বিভাজন আমরা নিচে একটা তালিকার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, সেটা দেখে নিন তাহলে এবার –
বিষয় | প্রদত্ত নম্বর |
শিক্ষাগত যোগ্যতা | 80 |
কম্পিউটার টেস্ট | 10 |
ইন্টারভিউ | 10 |
মোট | 100 |
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের নিচে উল্লেখিত সমস্ত রকম নথি থাকতে হবে –
- আধার কার্ড
- ভোটার কার্ড
- গ্রাজুয়েশনের পাস সার্টিফিকেট
- অ্যাডমিট এবং মার্কশিট
- কম্পিউটার সার্টিফিকেট
- জাতি শংসাপত্র (যদি থাকে)
- পাসপোর্ট সাইজের ছবি
- মোবাইল নম্বর
- ইমেইল আইডি
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 31শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত ।