লিভ-ইন সম্পর্ক ঠিক নয়, মত মোদির মন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

live in relationship

 

Bangla News Dunia, দীনেশ :- বিয়ে না করে একসঙ্গে থাকা বা লিভ-ইন সম্পর্কে বিশ্বাসী নন নীতিন গড়করি। সমলিঙ্গে বিবাহকেও তিনি সমর্থন করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, লিভ-ইন সম্পর্ক সামাজিক জীবনধারা নষ্ট করছে। সামাজিক নিয়মের বিরুদ্ধে এই জীবনশৈলী সামাজিক কাঠামোকে পতনের দিকে নিয়ে যাবে।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

কেন্দ্রীয় ভূতল পরিবহণ মন্ত্রী ব্রিটেন সফরে সেদেশের বিদেশসচিবের সঙ্গে তাঁর সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ব্রিটেনের বিদেশসচিব তাঁকে ভারতের প্রধান সমস্যার কথা জানতে চেয়েছিলেন। তিনি দারিদ্র্য, কর্মহীনতা ও অনাহারের কথা উল্লেখ করেন। পালটা প্রশ্নে তিনি জেনেছেন ব্রিটেনে বিয়ে না করাটাই প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গড়করির প্রশ্ন, তরুণ-তরুণীরা বিয়ে না করলে সন্তান হবে কী করে? লিভ-ইন সম্পর্কে সন্তানদের ভবিষ্যৎ কী?

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

গড়করি জানিয়েছেন, আসল কথা হল মা-বাবা সন্তানকে ঠিকমতো পালন করছেন না। সন্তানদের বড় করতে তাঁদের দায়িত্ব রয়েছে। বিজেপি নেতা বিবাহবিচ্ছেদের বিরোধী নন। তাঁর কথায়, লিভ-ইন সম্পর্ক ভালো নয়।

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন