দ্য ইকোনমিস্টের বিচারে ‘বর্ষসেরা দেশ’ খেতাব জিতল বাংলাদেশ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লন্ডনের ‘দ্য ইকোনমিস্ট’ ম্যাগাজিনের বিচারে বর্ষসেরা দেশের (কান্ট্রি অব দ্য ইয়ার) খেতাব জিতেছে বাংলাদেশ। এই খেতাব জেতার কথা জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের তরফেও।

চলতি বছরের জুলাই মাস থেকেই উত্তাল বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের জেরে পতন হয়েছে আওয়ামি লিগ সরকারের। ১৫ বছর শাসন করার পরে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তারপরেও, লন্ডনের ওই ম্যাগাজিনের বিচারে বর্ষসেরা দেশের তালিকায় শীর্ষস্থান পেয়েছে বাংলাদেশ।

আরো পড়ুন:- সুখবর! রাজ্য সরকারি কর্মীদের নিউ ইয়ার গিফট! আচমকাই 7% ডিএ বৃদ্ধি করল সরকার। জেনে নিন কবে থেকে পাবেন

কী কারণে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে?

‘দ্য ইকোনমিস্ট’ জানিয়েছে, বর্ষসেরা দেশের তালিকা প্রস্তুত করার সময়ে ধনী, সুখ এবং নৈতিকতাকে মানদণ্ড হিসেবে ধরা হয়নি। ২০২৩-এর তুলনায় গত ১২ মাসে যে সমস্ত দেশ সবথেকে বেশি উন্নতি করেছে তার ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে।

বৃহস্পতিবার, ওই তালিকা প্রকাশ করার সঙ্গে এই ম্যাগাজিন জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরচারী শাসনের পতন হওয়ার কারণে ‘কান্ট্রি অব দ্য ইয়ার ২০২৪’ খেতাব জিতেছে বাংলাদেশ। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানের সরকার মানুষের সমর্থন পেয়েছে এবং তারা সেখানে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে বলেও উল্লেখ করা হয়েছে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘স্বাধীনতা সংগ্রামের হিরোর কন্যা’ হাসিনা এক সময়ে বাংলাদেশের অর্থনীতির দ্রুত উন্নতির জন্য নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি দমনপীড়ন শুরু করেন। তাঁর আমলে নির্বাচনে কারচুপি এবং প্রচুর অর্থ চুরি হয়েছিল।

বাংলাদেশে ক্ষমতার পালাবদলে প্রতিশোধমূলক হিংসার ইতিহাস আছে। এরই সঙ্গে বিএনপিকেও দুর্নীতিপ্রবণ এবং সেখানে ইসলামি চরমপন্থার উত্থান একটি বড় ভয়ের কারণ বলেও মন্তব্য করা হয়েছে ওই প্রতিবেদনে। তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক বলেও উল্লেখ করেছে ‘দ্য ইকোনমিস্ট’। ইউনূসের সরকার, ছাত্র-জনতার সমর্থন পেয়ে সেখানে পরিস্থিতি স্থিতিশীল করছে বলেও জানানো হয়েছে।

হাসিনার পতনের পরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। আগামী বছরেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনরুদ্ধার এবং কখন নির্বাচন হবে তার সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করে এই ম্যাগাজিন। সেখানে আদালতের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং বিরোধীদের সংগঠিত হওয়ার সময় দিতে হবে বলেও জানিয়েছে দ্য ইকোনমিস্ট। এই কাজ সহজ হবে না বলেও জানিয়েছে তারা। কিন্তু একটি স্বৈরচারী শাসককে উৎখাত করে উদার সরকার গঠনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে এ বছর সেরা দেশ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় বাংলাদেশের পরেই নাম আছে সিরিয়ার। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন