যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্য মৃত্যু, পরিবারকে না-জানিয়েই ময়নাতদন্ত!

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Jadavpur-University

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্য মৃত্যু ৷ সহপাঠীদের সঙ্গে গল্পগুজবের মাঝেই হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রতীপ কুমার মান্না (21) ৷ পাশাপাশি পরিবারের অভিযোগ, তাদের না জানিয়েই পুলিশ প্রতীপের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগ সম্পর্কে অবশ্য পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

মৃত প্রতীপ কুমার মান্না পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, “গত 18 তারিখ রাত 11টা নাগাদ আমরা এই খবর পাই ৷ ঘটনার তদন্ত চলছে ৷ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি ৷”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্ভে পার্ক থানা এলাকার সন্তোষপুরে একটি মেস বাড়িতে ভাড়াও থাকতেন প্রতীপ ৷ তাঁর রুমমেট ছিলেন অর্ক মাইতি ৷ বুধবার রাতে তাঁরা একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন ৷ আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রতীপ ৷ সেই সময় প্রতীপের জন্য ওষুধ আনতে যান অর্ক ৷ পরে তিনি ফিরে এসে দেখেন, প্রতীপ অচেতন অবস্থায় পড়ে রয়েছেন ৷

এরপর প্রতীপকে সঙ্গে সঙ্গে কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ তাঁর রুমমেট অর্ক মাইতি পুলিশকে এমনটাই জানিয়েছেন ৷ অর্ক মাইতির বয়ানে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা আধিকারিকরা ।

18 তারিখ রাতেই পুলিশের তরফে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় ৷ প্রতীপের পরিবারের অভিযোগ, তাঁরা খবর পাওয়া মাত্র থানায় পৌঁছন ৷ তাঁদের আসার আগেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় ৷ রিপোর্ট এলে প্রতীপের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ ৷ পরিবারও জানিয়েছে, তাঁরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷

আরো পড়ুন:- সুখবর! রাজ্য সরকারি কর্মীদের নিউ ইয়ার গিফট! আচমকাই 7% ডিএ বৃদ্ধি করল সরকার। জেনে নিন কবে থেকে পাবেন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন