অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নিয়মে বদল, আপনার সাবস্ক্রিপশন রয়েছে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

jeff bezos , amazon

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ সাবস্ক্রিপশনে বেশ কিছু নতুন বদল আনতে চলেছে সংস্থা। একটি অ্যাকাউন্টে কতগুলি টিভিতে স্ট্রিম করা যাবে, সেই বিষয়ে নয়া সিদ্ধান্ত অ্যামাজন। তারই সঙ্গে, একটি অ্যাকাউন্টের মাধ্যমে একই সময়ে কতগুলি ডিভাইসে স্ট্রিম করা যাবে সেই বিষয়েও নতুন করে সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। নতুন নিয়ম চালু হবে ২০২৫ সালের জানুয়ারি থেকে।

২০২৫-এর জানুয়ারি থেকে প্রাইম মেম্বাররা সর্বোচ্চ পাঁচটি ডিভাইসে প্রাইম ভিডিয়ো স্ট্রিম করতে পারবে। এর সঙ্গে মাত্র ২টি টিভিতে স্ট্রিম করা যাবে প্রাইম ভিডিয়ো। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে খবর এমনটাই।

আরো পড়ুন:হাওড়া শাখায় ১ মাসের বেশি বাতিল বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

যে যে ব্যবহারকারীরা ২টির বেশি টিভিতে প্রাইম ভিডিয়ো ব্যবহার করে, তাঁদের এ বার থেকে নতুন সাবস্ক্রিপশন কিনতে হবে। জানুয়ারি ২০২৫ থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। এখন প্রাইম মেম্বাররা সর্বোচ্চ পাঁচটি ডিভাইসে স্ট্রিম করতে পারেন। যদিও এখন কোন ধরনের ডিভাইস হবে, তার উপর কোনও বাধানিষেধ ছিল না।

ভারতের প্রথমসারির ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম অ্যামাজন। অ্যামাজন প্রাইম মেম্বারশিপে শপিং থেকে শুরু করে ভিডিয়ো এবং গান-সবই ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। এখন মাসে ২৯৯ টাকায় প্রাইম মেম্বারশিপ নিতে পারেন ব্যবহারকারীরা। ৩ মাসের জন্য সেই খরচ পড়বে ৫৯৯ টাকা। এক বছরের সাবস্ক্রিপশনের জন্য সেই খরচ পড়বে ১৪৯৯ টাকা। এছাড়াও অ্যানুয়াল প্রাইম লাইট সাবস্ক্রিপশনের জন্য প্রয়োজন ৭৯৯ টাকা। প্রাইম শপিং এডিশনের সাবস্ক্রিপশনের খরচ এক বছরে ৩৯৯ টাকা। অ্যামাজন প্রাইম ভিডিয়ো মেম্বারশিপে একজন ব্যবহারকারী আনলিমিটেড অ্যাড ফ্রি ভিডিয়ো স্ট্রিমিংয়ের সুবিধা পান এবং তাতে ২টি টিভি-সহ ৫টি ডিভাইসে ভিডিয়ো স্ট্রিমিংয়ের সুযোগ পান।

আরো পড়ুন:Instagram ও Threads-এ বড় বদল আনল মেটা, কী সুবিধা হবে এ বার? জেনে নিন

আরো পড়ুন:- হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন