Bangla News Dunia, Pallab : বছর শেষ হওয়ার আগে জোরদার ধাক্কা খেলেন DA আন্দোলনকারীরা। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটা হতে পারে। বকেয়া ও বর্ধিত হারে মহার্ঘ্য ভাতা (Dearness allowance) বৃদ্ধির দাবিতে আন্দোলন করার জন্য অনুমতি চেয়েছিলেন সকলে। তবে হাইকোর্ট দিল না কোনোরকম অনুমতি। নবান্ন বাস টার্মিনাস এলাকায় ডিএ-র দাবিতে ধর্নায় বসার বিক্ষোভের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট বলে খবর।
জোরদার ধাক্কা খেলেন DA আন্দোলনকারীরা
জানা গিয়েছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আন্দোলনকারীদের মন্দিরতলা বাসস্ট্যান্ডে বিকল্প জায়গার প্রস্তাব দিলেও তাঁরা আগের জায়গাতেই জোর দেন। কিন্তু নবান্ন বাস টার্মিনাস স্পর্শকাতর এলাকা করে সেখানে প্রতিবাদের অনুমতি দেওয়া হল না। হাইকোর্ট-এর বক্তব্য, এতে বিচারপ্রার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
বিচারপতি জানান, ‘আমি যদি কোনও মামলাকারীকে অনুমতি দিই, তাহলে অন্যদেরও অনুমতি দিতে হবে।’ এর আগেও তিনি এলাকায় বিক্ষোভ করার অনুমতি দেননি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর আগে নবান্ন বাসস্ট্যান্ডে বিক্ষোভের জন্য গ্রুপ ডি ঐক্য মঞ্চকে (ফোরাম) অনুমতি দেননি।
যৌথ সংগ্রামী মঞ্চের কর্মসূচি
সংগ্রামী মঞ্চের তরফে জানানো হয়েছিল যে, আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু করে ২৪ ডিসেম্বর অর্থাৎ টানা নবান্ন বাসস্ট্যান্ডের কাছে অবস্থান বিক্ষোভ চলবে। তারপরেও কাজ না হলে ফের চলতি মাসের ২৭ ডিসেম্বর রাজপথে সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল এসএন ব্যানার্জি ধরে যাবে শহীদ মিনার ময়দানে । সেখানেই ধরনা মঞ্চের কাছে হবে সমাবেশ। তবে এবার এই নবান্নের কাছে সমাবেশ করার ব্যাপারে সাফ সাফ মানা করে দিল হাইকোর্ট। #End