Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছরের শেষে দাড়িয়ে রেশন কার্ড গ্রাহকদের (Ration Card) জন্য এক নতুন আপডেট পাওয়া গেল। এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন সামগ্রী (Free Ration Items List) দেওয়া হচ্ছে গ্রাহকদের সরকারের তরফে। আর এছাড়াও বিভিন্ন রাজ্য সরকারের তরফে সময়ে সময়ে কিছু বেশি সুবিধা দেওয়া হয়ে থাকে গ্রাহকদের। পরিবারের আয়ের ভিত্তিতে রেশন কার্ড বিভিন্ন ক্যাটাগরির হয় আর ক্যাটাগরি অনুযায়ী রেশন সামগ্রীর পরিমাণও ভিন্ন হয়।
Big Announcement for Digital Ration Card Holders
সম্প্রতি রেশন কার্ড গ্রাহকদের জন্য দারুন খবর, এবার থেকে ফ্রি রেশনের সাথে পেয়ে যাবেন ১০০০ টাকা আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে! বিগত কিছু দিন ধরে এমনই এক খবর বিভিন্ন জায়গা থেকে শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু কোন প্রকল্পে বা কারা বা কিভাবে এই টাকা পাবেন সেই সম্পর্কে জানার জন্য অনেকেই অপেক্ষা করে আছেন।
আরো পড়ুন:– হাওড়া শাখায় ১ মাসের বেশি বাতিল বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা
রেশন কার্ড গ্রাহকরা ১০০০ টাকা পাবে?
রেশন কার্ডের মাধ্যমে করোনার সময় থেকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার নিয়ম চালু করা হয়, এরপর থেকে এখনো পর্যন্ত এই নিয়ম কার্যকর রয়েছে। দেশের নিম্ন দরিদ্র পরিবার গুলোর আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য ফ্রি রেশন চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকার নতুন একটি স্কিমের মাধ্যমে আর্থিক দিক থেকে দুর্বল এই পরিবার গুলোর জন্য আরও একটু আর্থিক সহায়তা বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অভিনব কর্মসূচি শুরু করার কথা ভেবেছেন।
যে সমস্ত রেশন গ্রাহকরা ই-কেওয়াইসি জমা করেছেন একমাত্র তাদের জন্যই এই বিশেষ সুবিধা দেওয়া হবে এমনটাই জানতে পাওয়া যাচ্ছে। জানুয়ারি মাস থেকে রেশন তুলতে গেলে এই বিশেষ সুবিধা পেয়ে যাবেন আমজনতা। আর এখনো পর্যন্ত স্কিমের নাম, কবে থেকে শুরু হবে বা কারা ও কিভাবে পাবে সেই সম্পর্কে কিছু তথ্য জানতে পাওয়া যায়নি। কেন্দ্র সরকারের তরফে এই সম্পর্কে কিছু জানানো হয়নি এখন পর্যন্ত।
তাই অনেকেই মনে করছেন যে এই খবর ফেক বা ভুয়ো খবরও হতে পারে। আর এই জন্য যত দিন না পর্যন্ত কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের তরফে কোন ঘোষণা না করা হয় ততদিন পর্যন্ত কাউকেই এই বিষয়ে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। তাই সকল গ্রাহকদের উচিত আগামী বছর পর্যন্ত অপেক্ষা করে আসল তথ্য সম্পর্কে জেনে নেওয়া।
How to Do Ration Card KYC Online
আপনার রেশন কার্ডের ই-কেওয়াইসি সম্পন্ন করতে হলে নিকটস্থ রেশন দোকানে যেতে হবে। সেখানে আধার কার্ড ব্যবহার করে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ই-কেওয়াইসি করা যাবে। আর এই রেশন কার্ড আধার লিংক করানোর জন্য ৩১ শে ডিসেম্বর পর্যন্ত শেষ সময় দেওয়া হয়েছে, আর এই কাজ সম্পন্ন না করা হলে হয়তো এই ফ্রি রেশন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে।
আরো পড়ুন:– Instagram ও Threads-এ বড় বদল আনল মেটা, কী সুবিধা হবে এ বার? জেনে নিন
আরো পড়ুন:- হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের