ইঁদুর থেকে বাঁচান! মেয়রের কাছে আর্তি কাউন্সিলারের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘আমার ওয়ার্ডে প্রতি দিন ইঁদুরের সংখ্যা বাড়ছে। মাননীয়, মহানাগরিক আমার ওয়ার্ডকে ইঁদুরের হাত থেকে রক্ষা করুন।’— শুক্রবার এ ভাবেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে আর্তি জানালেন কলকাতা পুরসভার ১২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রূপক গঙ্গোপাধ্যায়।

এ দিন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন চলছিল। ইঁদুরের যন্ত্রণা থেকে কবে সুরাহা মিলবে, এই প্রশ্ন তুলে মেয়রের দ্বারস্থ হন ওই কাউন্সিলার। মূষিক–যন্ত্রণায় আতঙ্কিত কাউন্সিালরকে ইঁদুর দমনে কাচের গুড়ো প্রয়োগের পরামর্শ দেন মেয়র।

আরো পড়ুন:– Instagram ও Threads-এ বড় বদল আনল মেটা, কী সুবিধা হবে এ বার? জেনে নিন

আরো পড়ুন:- হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

তাঁর এলাকার কী সমস্যা?

রূপক জানান, ইঁদুর ফুটপাথে পাতা পেভার ব্লক তুলে মাটি খুঁড়ে গর্ত করে দিচ্ছে। ক্যাচপিটের মধ্যেও গর্ত খুঁড়ে মাটি তুলছে। পার্কেও ইঁদুরের দল জায়গায় জায়গায় গর্ত খুঁড়ে রেখেছে। পুরোনো বাড়ির ভিত আলগা করে দিচ্ছে। ড্রেনের মুখে গর্ত করে মাটি তুলে রাখছে, প্লাস্টিক ব্যাগ টেনে এনে ড্রেনের মুখ বন্ধ করে দিচ্ছে। রূপকের অভিযোগ, এই ভাবেই তাঁর ওয়ার্ড জুড়ে ইঁদুরের দল দাপাদাপি চালাচ্ছে। পুরসভার ভেক্ট্রর কন্ট্রোল রীতি অনুসারে ইঁদুর দমনের নিয়ম কী, তা মেয়রের কাছে জানতে চান রূপক।

মেয়র তাঁকে বলেন, ‘এই সমস্যা শুধু একটা ওয়ার্ডে নয়, গোটা কলকাতার। আমার বাড়িতেও ইঁদুর আছে। কাচের গুড়ো ছড়িয়ে দিন, ফল মিলবে।’ তিনি জানান, ইঁদুরের জন্য ঢাকুরিয়া ব্রিজ বিপদে পড়েছিল। ওখানে কাচের গুড়ো দিয়ে সুফল মিলেছে। এরপরে পুরসভার চেয়ারপার্সন মালা রায় বলেন, ‘আমার ওয়ার্ডে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্মৃতি সৌধ ইঁদুরের উপদ্রবে বিপদে পড়েছিল। ওখানেও কাচের গুড়ো ছড়িয়ে ভালো ফল মিলেছে।’ রূপককে এই সমস্যা নিয়ে তাঁর সঙ্গে দেখাও করতে বলেন ফিরহাদ।

আরো পড়ুন:– হাওড়া শাখায় ১ মাসের বেশি বাতিল বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন