খোরপোশ দিতে ২০ থলি কয়েন নিয়ে আদালতে ট্যাক্সি চালক। তার পর কী হল, জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিবাহ বিচ্ছিন্না স্ত্রীকে অন্তর্বর্তীকালীন খোরপোশ হিসেবে ২ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল এক পারিবারিক আদালত। সেই নির্দেশ দেওয়ার সময় বিচারক ভাবতেও পারেননি, এর পর কী হতে চলেছে। পুরো টাকাটা জোগার করতে পারেননি সেই ব্যক্তি। ১৮ ডিসেম্বর তিনি আদালতে হাজির হয়েছিলেন ৮০,০০০ টাকা নিয়ে। তবে, তার পুরোটাই ছিল ১ টাকা-২ টাকার কয়েনে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে।

‘টাইমস অফ ইন্ডিয়া’র রিপোর্ট অনুসারে, ওই ব্যক্তি পেশায় ট্যাক্সি-চালক। থাকেন কোয়েম্বাটোরের বড়াবল্লি এলাকায়। গত বছর বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন তাঁর স্ত্রী। আদালত অন্তর্বর্তীকালীন খোরপোশ হিসেবে স্ত্রীকে ২ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এর পরই ট্যাক্সিতে এক এবং দুই টাকার কয়েনের ২০টি থলি চাপিয়ে আদালতে হাজির হন ওই ট্যাক্সি-চালক।

আরো পড়ুন:– হাওড়া শাখায় ১ মাসের বেশি বাতিল বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

তাঁকে অবশ্য ওই বিপুল পরিমাণ কয়েন ফিরিয়ে নিয়ে যেতে বলেন বিচারক। কয়েনের বদলে ৮০ হাজার টাকার নোট নিয়ে আবার আসতে বলেন। পরের দিন (১৯ ডিসেম্বর), কয়েনগুলি বদলে নোট নিয়ে আদালতে ফিরে আসেন ওই ট্যাক্সি-চালক। খোরপোশের বাকি ১ লক্ষ ২০ হাজার টাকা তাঁকে দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কয়েন ভর্তি একের পর এক সাদা ব্যাগ নিয়ে আদালত ভবন থেকে বেরিয়ে আসছেন ওই ব্যক্তি। ব্যাগগুলি তাঁর গাড়ির ভিতরে রাখছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।

 

গত বছরের জুনে রাজস্থানেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। বিচ্ছিন্না স্ত্রীকে এগারো মাসের খোরপোশ হিসাবে ৫৫,০০০ টাকা দিতে হয়েছিল দশরথ নামে এক ব্যক্তিকে। নির্ধারিত তারিখে টাকা জমা দিতে না পারায় ওই দশরথকে আটক করা হয়। শুনানির দিন আদালতে ঘটেছিল এক নাটকীয় ঘটনা।

তাঁর কয়েকজন আত্মীয়, ১ এবং ২ টাকার কয়েন ভর্তি সাতটি বস্তা নিয়ে পারিবারিক আদালতে হাজির হয়েছিল। তাঁর স্ত্রীর আইনজীবী ওই হাজার হাজার কয়েনকে গণনা করতে অস্বীকার করেন। তিনি দাবি করেছিলেন এটাও এক ধরনের ‘মানসিক হয়রানি’। শেষ পর্যন্ত, দশরথকেই টাকা গুনতে নির্দেশ দিয়েছিলেন বিচারক।

আরো পড়ুন:– Instagram ও Threads-এ বড় বদল আনল মেটা, কী সুবিধা হবে এ বার? জেনে নিন

আরো পড়ুন:- হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন