Bangla News Dunia, দীনেশ :- ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। এই ইস্যুতে আম জনতার উদ্দেশে বিশেষ বার্তা দিলেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। প্রকাশ্য জনসভা থেকে তিনি বললেন, ‘বাংলার বাড়ির টাকা ঢুকলে কেউ কেউ আপনাদের কাছে বলতে পারে, সে যোগাযোগ করিয়ে দিয়েছে বলেই কাজটা হয়েছে। তাই তার সুবিধা চাই, তাহলে সরাসরি ‘দিদিকে বলো’তে ফোন করে জানিয়ে দেবেন।’
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
শনিবার এক প্রকাশ্য সভা থেকে নারায়ন গোস্বামী বলেন, ‘গুড়, চিনি, মিষ্টি যেখানে থাকে, সেখানে এসে পিঁপড়েরা হাজির হয়। সেই রকমই বাংলার বাড়ির টাকা ঢুকলে কেউ কেউ আপনাদের কাছে বলতে পারে, সে যোগাযোগ করিয়ে দিয়েছি বলেই কাজটা হয়েছে। এই বলে যদি কেউ সুবিধা চায়, কারোর কথা শুনবেন না। সরাসরি ‘দিদিকে বলো’তে ফোন করে জানিয়ে দেবেন। তারপরও যদি কেউ হুমকি দেয়, সোজা থানায় চলে যাবেন। আমাকেও ফোন করতে পারেন।’
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা
এতটুকুতেই না থেমে তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রীর পাঠানো গরিব মানুষের টাকা তাদের অধিকার। এর থেকে কেউ যেন এক কাপ চাও না খায়। কোন ভাটা থেকে ইট নেবেন, কোন গোলা থেকে বালি-পাথর- সিমেন্ট নেবেন, আপনারা ঠিক করবেন। পাড়ার কেউ বলল হয়ত, অমুক দোকান থেকে নাও, ওই ঠিকাদারকে দিয়ে কাজ করাও। এই মাতব্বরি করার অধিকার বাংলার মুখ্যমন্ত্রী কাউকে দেননি। নিজের বাড়ি, নিজে দাঁড়িয়ে থেকে করাবেন।’
উল্লেখ্য, ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ময়দানে নেমেছে তৃণমূল। দলের সিংহভাগই চাইছে নেতা-নেত্রীদের ভাবমূর্তি স্বচ্ছ থাকুক। তাই ‘বাংলার বাড়ি’র প্রথম কিস্তির টাকা গ্রাহকেরা পেতেই , তাঁদের সতর্ক করেছেন এই তৃণমূল নেতা। যাতে দলের যেকোনও স্তরের নেতাদের প্রতি কোনও বিরূপ ধারণা তৈরি না হয় সাধারণ মানুষের মনে।
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা