Bangla News Dunia, দীনেশ :- পাকিস্তানের (Pakistan) আফগান সীমান্তে (Afghan border) তালিবান জঙ্গিগোষ্ঠীর হামলায় নিহত ১৬ পাক সেনা জওয়ান (Pakistani soldiers)। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পাকিস্তান- আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়ার এক সেনা ছাউনিতে।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
পাকিস্তানি পুলিশ ও সেনা সূত্রে খবর, ৩০ জনের বেশি জঙ্গিরা মিলে ওই সেনা ছাউনিতে হামলা চালায়। প্রায় ২ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। এমনকি জঙ্গিরা সেনা ছাউনির ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থার যন্ত্রপাতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন ধরিয়ে দেয়। ইতিমধ্যেই এই হামলায় দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তান তালিবান গোষ্ঠী (Pakistani Taliban)। একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, গোষ্ঠীর সিনিয়ার কমান্ডারদের মৃত্যুর বদলা নিতেই এই হামলা চালানো হয়েছে। পাক সেনার মেশিন গান সহ বহু সামরিক সরঞ্জাম দখল দখল করা হয়েছে বলে দাবি করেছে তালিবানরা। যদিও পাক সেনাবাহিনীর তরফে এখনও পর্যন্ত এই হামলা নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা