Bangla News Dunia, দীনেশ :- বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) মৌসুনি দ্বীপে (Mousuni Island)। শনিবার বিকেলে আচমকাই ওই এলাকার একটি হোমস্টেতে আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে হোমস্টেতে থাকা একাধিক কটেজ (Cottage)। কোনওরকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন পর্যটকরা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ একটি হোমস্টের কটেজে আগুন লাগে। হাওয়ার কারণে আগুন পাশে থাকা কটেজগুলিতেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি নজরে আসতেই পর্যটকদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়েরা। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন তাঁরা। অবশেষে কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কটেজগুলি কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের লোকজন। প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পর্যটকরা প্রাণে বাঁচলেও কটেজে থাকা তাঁদের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই হোমস্টেতে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা
প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগেই মৌসুনি দ্বীপের একটি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফের আরও একবার একই ঘটনা ঘটায় কটেজগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নামকরা এই পর্যটনস্থলের অধিকাংশ কটেজেই দমকলের ছাড়পত্র নেই বলে অভিযোগ।
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা