দুর্ঘটনার পর ৩০ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল আধিকারিকের গাড়ি, উত্তরপ্রদেশে মৃত্যু তরুণের

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- বাইক চালক তরুণকে ধাক্কা মেরে তাঁকে ৩০ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল রাজস্ব আধিকারিকের গাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের নানপাড়া-বাহরাইচ সড়কে দুর্ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে তরুণের। মৃতের নাম নরেন্দ্রকুমার হালদার (৩৫)। তিনি পয়গপুরের বাসিন্দা।

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাইকে চেপে বাড়ি ফিরছিলেন নরেন্দ্র। সেই সময় বাহরাইচে উত্তরপ্রদেশের রাজস্ব আধিকারিকের গাড়ি তাঁকে ধাক্কা দেয়। তাঁকে নানপাড়া তহসিল পর্যন্ত ৩০ কিলোমিটার পথ ছেঁচড়ে নিয়ে যায় গাড়িটি। দুর্ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক শৈলেশকুমার অবস্থি। তাঁকে জেলা শাসক মণিকা রানি সাসপেন্ড করার সুপারিশ করেছেন।

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

জেলা শাসক বলেন, ‘ওই আধিকারিক গাড়িতে চেপে বাহরাইচে এসেছিলেন এবং নানপাড়ায় ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। তাঁকে সাসপেন্ডের সুপারিশ করা হয়েছে।’ গাড়ির চালক মিরাজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

আরো পড়ুন:- হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন