Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছেলেরা পারেনি, এবার মেয়েরা করে দেখাল। অনূর্ধ্ব ১৯ মেয়েদের এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে জিতল ভারত। কুয়ালালামপুরে অনূর্ধ্ব ১৯ মেয়েদের এশিয়া কাপ ফাইনাল ম্যাচ ভারত জিতল ৪১ রানে। ভারতের ১১৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ৭৬ রানে গুটিয়ে যায়। ফলে প্রথম মেয়েদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতল ভারত।
সেমিফাইনালে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। ফাইনালে তাদের সামনে ছিল বাংলাদেশ। ছেলেদের দল সাফল্য পাওয়ার পর বাংলাদেশ আশা করেছিল মেয়েদের দলও চ্যাম্পিয়ন হবে। ভারত প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে। সবচেয়ে বেশি রান করেন গোঙ্গাডি তৃষা। এই ওপেনার ৫২ রান করেন। তাঁর ধারেকাছে কেউ রান করতে পারেননি। মিথিলা বিনোদ করেন ১৭ রান।
আরো পড়ুন:– অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নিয়মে বদল, আপনার সাবস্ক্রিপশন রয়েছে?
বাংলাদেশের হয়ে ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন। দুটি উইকেট নেন নিশিতা আখতার নিশি। একটি উইকেট নেন হাবিবা ইসলাম।
রান তাড়া করতে নেমে বাংলাদেশের ১১ জনের মধ্যে মাত্র দুই জন দুই অঙ্কের রান করতে পেরেছেন। ফাহোমিদা ছোঁয়া করেন ১৮ ও জুয়াইরিয়া ফিরদৌস করেন ২২। ভারতের বোলারদের দাপটে বাংলাদেশ ১৮.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায়। তিনটে উইকেট নেন আয়ুষি শুক্লা, দুটি করে উইকেট নেন পারুনিকা সিসোদিয়া ও সোনম যাদব। একটি উইকেট নেন ভিজে যোশিতা।
এটা হচ্ছে অনূর্ধ্ব ১৯ মেয়েদের প্রথম এশিয়া কাপ। এবার টি২০ ফর্ম্যাটে শুরু হয়েছে। এবারের আয়োজক ছিল মালয়েশিয়া ও নেপাল। মোট ৬ দলের এই লড়াইয়ে শেষ হাসি হাসল ভারত। এই অনূর্ধ্ব ১৯ মেয়েদের এশিয়া কাপের প্রথম মরশুমে সবচেয়ে বেশি রান করলেন বারতের গনগাডি তৃষা (১৫৯)। সবচেয়ে বেশি উইকেট নিলেন আয়ুষি শুক্লা (১০)।