Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনি যদি ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ভবিষ্যতে চাকরির দিকে এগিয়ে যেতে চান তাহলে আপনার জন্য দারুন সুযোগ এনেছে Quantiphi কোম্পানি। Quantiphi কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ট্যালেন্ট অ্যাকুইজিশন ইন্টার্ন পদে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়ার পাশাপাশি প্রতি মাসে ২৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। তাই যারা ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চান তারা অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
আজকের প্রতিবেদনে এই ইন্টার্নশিপ ট্রেনিং সম্পর্কিত বিস্তারিত বিবরণ, যেমন- কারা আবেদন করতে পারবেন, কি কি দায়িত্ব পালন করতে হবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় এই ট্রেনিংটি হবে ইত্যাদি সমস্ত তথ্য তুলে ধরা হল।
আরো পড়ুন:– বিনামূল্যে রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা পাবেন? বিস্তারিত জানতে পড়ুন
Quantiphi Analytics সম্পর্কে
Quantiphi Analytics একটি বহু পুরস্কারপ্রাপ্ত অ্যাপ্লাইড AI এবং বিগ ডাটা সফটওয়্যার এবং একটি পরিষেবা সংস্থা। এটি ব্যবসার রূপান্তরকারী সমস্যাগুলি সমাধানের জন্য উদ্ভাবনী মেশিন লার্নিং গবেষণা এবং শক্তিশালী ক্লাউড ডেটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতির সমন্বয়ে কাজ করে থাকে। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে Quantiphi Analytics ২.৫ গুন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে।
- এই কোম্পানিটি ২০১৭ ও ২০১৮ সালে গুগলের ‘মেশিন লার্নিং পার্টনার অফ দা ইয়ার’ পুরস্কার জয় করেছে।
- এর পাশাপাশি ২০১৯ সালে গুগলের ‘সোশ্যাল ইম্প্যাক্ট পার্টনার অফ দা ইয়ার’ পুরস্কারও জিতেছে।
এই কোম্পানির তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।
আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন যারা-
- পূর্ণ সময়ের জন্য অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ করতে পারবেন,
- ৫ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারির মধ্যে ইন্টার্নশিপ ট্রেনিং শুরু করতে পারবেন,
- ছয় মাসের জন্য ইন্টার্নশিপে যুক্ত থাকতে পারবেন,
- সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা এবং আগ্রহ রয়েছে,
- মহিলারা যারা ক্যারিয়ার শুরু করতে চান তারাও এখানে আবেদন করতে পারবেন।
ইন্টার্নদের দায়িত্ব সমূহ
এখানে যারা ইন্টার্নশিপ ট্রেনিং নেবে তাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। সেগুলি হল-
- সাক্ষাৎকার পরিকল্পনা সমন্বয় এবং ফিডব্যাক অনুসরণ করতে হবে।
- HR অপারেশন সম্পর্কিত কাজ পরিচালনা করতে হবে।
- প্রতিটি পর্যায়ের টার্নঅ্যারাউন্ড সময় নিশ্চিত করতে হবে।
- সাক্ষাৎকার প্যানেল ও প্রার্থীদের সাথে ফলোআপ করতে হবে।
- TA টিমের সঙ্গে সহযোগিতা করতে হবে।
- ভেন্ডার ম্যানেজমেন্ট ও ক্যান্ডিডেট এনগেজমেন্ট প্রক্রিয়া পরিচালনা করতে হবে।
- প্রি-অনবোর্ডিং ডকুমেন্টেশন সম্পাদন ও পর্যবেক্ষণ করতে হবে।
ইন্টার্নশিপের স্থান
যারা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে।
ইন্টারশিপের সময়
এই ইন্টার্নশিপ ট্রেনিং-এর মেয়াদ হবে ৬ মাস। তবে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থী স্টাইপেন্ড পাবে।
স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
এখানে ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থী প্রতি মাসে ২০,000/- টাকা থেকে ২৫,000/- টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবে। এর পাশাপাশি সার্টিফিকেট এবং সুপারিশপত্র দেওয়া হবে। এগুলো তাদের ভবিষ্যতে চাকরিতে আবেদনের ক্ষেত্রে সহায়ক হবে।
আবেদন পদ্ধতি
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে এই ইন্টার্নশিপ ট্রেনিং-এ আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। সর্বপ্রথম আপনাকে সেই লিংকে ক্লিক করতে হবে।
এরপর একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন “Apply Now” একটি অপশন আছে। সেখানে ক্লিক করলে আপনার সামনে আবেদনপত্রটি খুলে যাবে। এরপর আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
আরও আপডেটঃ Blinkit কোম্পানিতে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ১৫,০০০/- টাকা
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপে আবেদনের শেষ তারিখ ১৬ জানুয়ারি, ২০২৫। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
Quantiphi Analytics Internship 2024: Apply Now
আরো পড়ুন:– বাংলার শিল্পায়নে সাফল্যের মূলমন্ত্র কি ? ব্যাখ্যা করলেন অমিত মিত্র।