শাহরুখের সঙ্গে কী নিয়ে সমস্যা হয়েছিল অভিজিতের? জানতে পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অভিজিৎ ভট্টাচার্য। নয়ের দশকের একঝাঁক হিট গান তাঁর কণ্ঠে। শাহরুখ থেকে সলমন, তাঁর গানে বহু সিনেমাকে সফল হতে দেখা গিয়েছে। তবে বেশ কিছু ঘটনায় শিল্পী সিদ্ধান্ত নিয়েছিলেন আর যাই-ই হোক না কেন, বলিউডের খান ভাইদের জন্য তিনি আর গান গাইবেন না। শুভঙ্কর মিশ্রের সঙ্গে একটি সাক্ষাৎকারে সম্প্রতি অভিজিৎ জানান কেন তিনি শাহরুখ এবং সলমন খানের সঙ্গে কাজের প্রসঙ্গে এই কথা বলেছিলেন। গায়কের কথায়, ‘সলমন সেই জায়গাতেই নেই, যে আমি তাঁর সম্পর্কে কথা বলতে পারি।’ তাই, তিনি অনুরোধ করেছিলেন যে তাঁকে যেন সলমনকে নিয়ে কিছু জিজ্ঞাসা না করা হয়।

অন্যদিকে, শাহরুখের কথা উল্লেখ করে শিল্পী বলেন, তিনি একেবারেই ‘অন্যরকম’। এবং তাঁর সঙ্গে সম্পর্ক ব্যক্তিগত কারণে নয়, বরং পেশাগত কারণে নষ্ট হয়েছিল। এর আগে অন্য একটি সাক্ষাৎকারে অভিজিৎ বলেছিলেন, কেন তিনি আর কখনও শাহরুখ খানের জন্য গান গাইবেন না। কারণ, তাঁদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে অনেকটাই।

আরো পড়ুন: বিনামূল্যে রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা পাবেন? বিস্তারিত জানতে পড়ুন

এএনআই-কে শিল্পী বলেন, ‘যখন আত্মসম্মানে আঘাত লেগেছে, তখন আমার মনে হয়েছিল যথেষ্ট হয়েছে। আমি শাহরুখের জন্য গান গাইনি। আমি আমার কাজের স্বার্থে গান গেয়েছিলাম। কিন্তু যখন আমি দেখলাম যে তাঁরা সবাইকে সম্মান দেয়। এমনকী, সেটে যে চা, জল দেয় তাঁদেরও সেই সম্মান রয়েছে, যেটা একজন গায়ককে দেওয়া হয় না। তখন আমার মনে হয়েছিল ‘আমি কেন তাঁর কণ্ঠস্বর হবো?’ একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, শাহরুখের কোনও সাহায্য তিনি চান না জীবনে এগিয়ে যাওয়ার জন্য।

প্রসঙ্গত, অভিজিৎ বিভিন্ন ভাষায় প্রায় ১০০০-এরও উপর ছবিতে গান গেয়েছেন। তবে শাহরুখ ও সলমনকে নিয়ে তাঁর এহেন মন্তব্য প্রথম নয়। সলমন সম্পর্কে কথা বলতে না চাইলেও তাঁর সঙ্গে শাহরুখের সমস্যা নিয়ে মুখ খুলেছেন অভিজিৎ।

আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন

আরো পড়ুন:– বাংলার শিল্পায়নে সাফল্যের মূলমন্ত্র কি ? ব্যাখ্যা করলেন অমিত মিত্র।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন